আজ রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২ | ৫ রবিউস সানি ১৪৪৭ | রাত ১২:৫৫

আড়াইহাজারে ইকোপার্ক প্রকল্পের উদ্বোধন

ডান্ডিবার্তা | ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোট
আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে প্রস্তাবিত ইকো পার্ক প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “দীর্ঘ ৭০ বছর ধরে কতিপয় ব্যক্তি সরকারি জমি জবরদখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৩ একর জমি দখলমুক্ত করা হয়েছে। সেই জমিতে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইকো পার্ক নির্মাণ করা হচ্ছে। এটি পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্কের কাজ শেষ হলে স্থানীয় পর্যটক ছাড়াও নারায়ণগঞ্জ জেলার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।”
পরে জেলা প্রশাসক আড়াইহাজার পৌরসভার একাধিক পূজা মÐপ পরিদর্শন করেন এবং মÐপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে পূজার উপলক্ষে চেক ও চাল বিতরণ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা