আজ শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ৪ রবিউস সানি ১৪৪৭ | রাত ৯:৩৪

কোন গুজবে কান দেবেন না: র‌্যাব অধিনায়ক

ডান্ডিবার্তা | ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোট
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজামÐপ পরিদর্শন করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মÐপসহ কয়েকটি মÐপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “নারায়ণগঞ্জে ছোট-বড় মিলিয়ে ২২৪টি পূজা মÐপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে আগে থেকেই গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। টহল টিমের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং পূজা আয়োজকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।” তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে নাশকতার চেষ্টা করা হয়েছিল। তবে এ বছর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।” র‍্যাব-১১ এর অধিনায়ক বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, এটিকে দেশের প্রাণকেন্দ্র ও কমার্শিয়াল হাব বলা হয়। গুজবে কান না দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকলে মিলে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।” এরপর তিনি শহরের টানবাজার সাহাপাড়া মÐপ, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দির এবং মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শংকর কুমার সাহা, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি প্রমুখ।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা