আজ শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ৪ রবিউস সানি ১৪৪৭ | সন্ধ্যা ৬:২২

রশিদ মেম্বার ফের গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিগত বছর সারা দেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার আসামী হিসেবে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ (৫০) ওরফে রশিদ মেম্বার-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বক্তাবলী ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের করে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লার বক্তাবলী গোপালনগর এলাকার আজগর আলীর ছেলে আব্দুর রশিদ দীর্ঘ দিন ধরেই মামলার আসামী ছিলেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের। পুলিশ জানায়, হত্যা মামলাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কোন হত্যাকাÐের সঙ্গে তিনি জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। উল্লেখ্য, এর আগে গত বছর (২০২৪ সালের) ২১ অক্টোবর আব্দুর রশিদকে চট্টগ্রামের একটি বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়েছিল। সে সময় র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের সীতাকুÐ থানার ফৌজদারহাট বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার চেষ্টা এবং নাশকতা মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়। বক্তাবলী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য ছিল এবং স¤প্রতি ফতুল্লা পুলিশ তাকে সরাসরি হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা