
ডান্ডিবার্তা রিপোর্ট
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পার্টির নাম শুনলে কনফিউজড হই। কারণ ওখানে হাফ ডজনের মতো হবে। লাঙ্গলের (জাপা) দাবিদারও একাধিক। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠেয় সংলাপে জাতীয় পার্টিকে (জাপা) ডাকা হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, “সময় আসুক তখন আপনারা দেখবেন। জাতীয় পার্টি বললে আমি একটু কনফিউজড হই। কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হবে। লাঙ্গলের দাবিদারও একাধিক। এজন্য আমি বুঝতে পারতেছি না। ৯০-এর দশকে হুসেইন মুহাম্মদ এরশাদের গড়া দল জাতীয় পার্টি (জাপা) সময় সময় নানা দ্ব›েদ্ব বিভক্ত হয়ে গেছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত আছে বাইসাইকেল প্রতীকের আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি), গরুর গাড়ি প্রতীকে ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), কাঁঠাল প্রতীকে অধ্যাপক ড. এম এ মুকিতের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি ও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর থেকে দলটিতে আরেক দফা ভাঙ্গনের টানাপোড়েন চলছে। মূলত তার ভাই জিএম কাদের ও স্ত্রী রওশন এরশাদপন্থীদের মধ্যে চলছে এই বিরোধ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও দুই পক্ষ নিজেদের লাঙ্গলের কাÐারী দাবি করে। তবে জিএম কাদেরের অংশের নামে সমস্ত কাগজ থাকায় সেই অংশের প্রার্থীদেরই লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয় ইসি। এরপর দ্ব›দ্ব কেটে যায়। তবে অভ্যুত্থানের পর ফের চলছে দুই অংশের লড়াই। এরশাদ মারা যাওয়ার পর তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদপন্থীরাও দলটিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তবে সে উদ্যোগ শুরুতেই ইতি হয়ে যায়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ‘ডামি’ বিরোধী দলের ভূমিকায় থাকায় অনেকেই জাপাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দেন। যে জন্য দলটির নিবন্ধন বাতিলের দাবিও উঠেছিল। এই প্রেক্ষাপটে নিবন্ধন বলবৎ থাকলেও ভোটের প্রক্রিয়ায় ইসি তাদের ডাকবে কি না, সে প্রশ্নও তুলছেন অনেকে। আর বিষযটিই খোলাসা করতে সিইসির কাছে তার কমিশনের অবস্থান জানতে চান সাংবাদিকরা। আগামী রোববার থেকে সংলাপ শুরু করছে ইসি। এক্ষেত্রে প্রথমেই ডাকা হচ্ছে সুশীল সমাজের প্রতিনিধিদের। এবার নারী নেত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম, জুলাই যোদ্ধা এবং সবশেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন। আগামী ফেব্রæয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ফেব্রæয়ারির প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে চায় নাসির কমিশন। এজন্য সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯