
ডান্ডিবার্তা রিপোট
আড়াইহাজারে নির্বাচনের তেমন আওয়াজ শুনা যাচ্ছে না। সম্ভাব্য প্রার্থীদের তেমন আলোচনাও চলছে না। তারা যেন ঘুমিয়ে আছেন। ইতিমধ্যে আগামী বছরের ফেব্রæয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার নির্বাচন কমিশন থেকে রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। আড়াইহাজারের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের যেন ঘুমই ভাঙছে না। কারণ আড়াইহাজার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিভিন্ন সময় জনসমর্থন আদায়ে নয়া আঙ্গিকে উঠান বৈঠক মহাসমাবেশ গণসংযোগ করছেন ফের আবার স্থবির হয়ে যান। অপরদিকে এ আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের আড়াইহাজারে সাংগঠনিক কার্যক্রম অনেকটা নেই বললেই চলে। তাদের সাংগঠনিক কার্যক্রম জনগণের দ্বারপ্রান্ত বা আড়াইহাজারবাসীর দৃষ্টিতেও আসে না। যার ফলে জনগণের আলোচনায় নি¤œস্তরে রয়েছে এই দুই প্রার্থী। অপরদিকে আড়াইহাজার আসনে মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তার প্রায়ই সময় আড়াইহাজারের সার্বিক অবস্থান সম্পর্কের বণনা করে বক্তব্য রাখেন। সাংগঠনিক কার্যক্রম নির্বাচনী প্রতিযোগীতায় অগ্রসর হলেও সেটা ধারাবাহিক হয় না। সূত্র বলছে, আড়াইহাজার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। আড়াইহাজারে বিএনপির রাজনীতিতে একক আধিপত্য রয়েছে নজরুল ইসলাম আজাদের। সেখানে তার প্রতিদ্ব›িদ্ব বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আঙ্গুর, মাহমুদুর রহমান সুমন নির্বাচনী প্রতিযোগীতায় টিকে থাকলেও আজাদের সাথে প্রতিযোগীতায় টিকছে না। আজাদের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে আঙ্গুর-সুমনের সমর্থকরা তাদের সঙ্গ ত্যাগ করে আজাদ বলয়ে যোগ দিচ্ছেন। সেই সাথে আজাদ নির্বাচনী প্রতিযোগীতায় নয়া আঙ্গিকে জনগণের দ্বারপ্রান্তে গিয়ে নির্বাচনী কথা বলছেন। এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন আড়াইহাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাড়া ফেলতে পাড়েনি। তাছাড়া আড়াইহাজার জুড়ে তাদের সাংগঠনিক ভিত্তি একেবারেই নড়বড়ে। অপরদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বিভিন্ন সময় সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ডাকাতির বিরুদ্ধে বক্তব্য রেখে আলোচনায় থাকলেও সেটা আর স্থায়িত্ব হয় না। আড়াইহাজার ব্যাপী তিনি গত বছরের ৫ আগস্টের পর নানাবিধ ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও জনগণের নিকট পরিচিত মুখ হয়ে উঠতে পারেনি। কারণ তিনি প্রথম বারের মত বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন তাছাড়া তার সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিকতায় না থাকায় অনেকেই তার সম্পর্কে জানেন না। আজাদের কাছে তারা তেমন দাঁড়াতে পারবেন না বলে তাদের তেমন তৎপরতা নেই। যার কারণে আড়াইহাজারে নির্বাচনী বাতাস বইছে না।
ই
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯