
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানাধীন মহানগরীর ১নং থেকে ১০নং ওয়ার্ড এলাকা যুক্ত করে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এভাবেই দুটি উপজেলা/থানা এলাকার বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন। এই আসনের হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে অন্যতম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। নির্বাচনকে সামনে রেখে আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী বার্তা ও সালাম সিদ্ধিরগঞ্জের বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে পৌছে দিচ্ছেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু। তিনি আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন দীর্ঘ কয়েক যুগ ধরে। তিনি অনানুষ্ঠানিকভাবে পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই নিজ উদ্যোগে সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে চলেছেন। নিয়মিত পর্যায়ক্রমে সেলিম হোসেন দিপু সিদ্ধিরগঞ্জের বিএনপির সকল নেতাকর্মীদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাত অব্যাহত রাখবেন বলে জানাগেল। এ বিষয়ে সেলিম হোসেন দিপু বলেন, এটি মান্নান সাহেব কিংবা বিএনপির কোনো আনুষ্ঠানিক বা নির্বাচনী কোনো কর্মসূচি নয়। বিগত সাড়ে ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নারায়ণগঞ্জ ও ঢাকায় যাদের সঙ্গে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি সেইসব সহযোদ্ধা ভাই বন্ধুদের সাথে সৌজন্য সাক্ষাত করেছি মাত্র এবং কুশল বিনিময় করেছি, তাদের ও পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি। পাশাপাশি মান্নান সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছি। জানাগেছে, সম্প্রতি সেলিম হোসেন দিপু সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি সাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দীন মোহাম্মদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম পারভেজ অন্তু, জুয়েল রানা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, মহানগরীর ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯