
ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা এবার তরুণ ভোটারদের প্রতি মনযোগ দিয়েছে। কারণ রাজনীতিতে তরুণ ভোটাররা সব সময়ই একটা বড় শক্তি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ তরুণ। এই ভোট জাতীয় নির্বাচনে হতে পারে বড় ফ্যাক্টর। গত এক বছরে নানা কারণে আলোচিত-সমালোচিত দল বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ এই তরুণ ভোটারদের মন জয় করা। তাই প্রার্থীরা এবার প্রাধান্য দিচ্ছে তরুণ ভোটারদের প্রতি। তারা বিভিন্ন এলাকায় গণসংযোগে তরুণদের কদর করছেন। বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সর্বত্র প্রার্থীরা তরুণদের সামনে এগিয়ে দিচ্চে প্রচার প্রচারনায়। দেখা যায়, ২০০৮ সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন তরুণরা। এর পরের নির্বাচনগুলোতে তরুণরা সেভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। নির্বাচনগুলোও ছিল বিতর্কিত। তাই তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা অনেক। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বলছেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া তরুণ প্রজন্মকে সামনে রেখেই তারা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চান। এজন্য কর্মসংস্থান, জীবনমুখী শিক্ষা, বিদেশি ভাষা শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর প্রতি আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছে। মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবন, ধর্মীয় ও নৈতিক চর্চায় যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। আর কর্মসংস্থানের টেকসই ব্যবস্থা করতে পারলেই তরুণরা বিএনপির প্রতি আস্থাশীল হবে।’ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নিয়মিত কর্মসূচি পালন শুরু করেছে। পাশাপাশি ‘আমরা বিএনপি পরিবার’ নামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণদের মেধাবৃত্তিক ও সৃজনশীল কর্মকা-ে উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন ইস্যুতে ‘সবার আগে বাংলাদেশ’ প্রভৃতি সেল গঠন করে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন করা হচ্ছে দলের পক্ষ থেকে। দেশের বিভিন্ন প্রান্তে বিজ্ঞান, পড়াশোনা কিংবা খেলাধুলায় নানারকম ব্যক্তিগত উদ্যোগকেও বরাবরই উৎসাহ দিয়ে এসেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক বক্তব্যে প্রচলিত স্লোগাননির্ভর রাজনীতির সমাপ্তির কথা বলেছেন। তার ভাষায়, জনগণ এখন বাস্তবায়নযোগ্য পরিকল্পনা চায়। তরুণরা রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে নয়, সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়। তিনি তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা, বিদেশি ভাষা শিক্ষা, স্বল্পমেয়াদি টেকনিক্যাল কোর্স, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে, স্টার্টআপ ফান্ড, ইনকিউবেশন সেন্টার এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তরুণদের আহ্বান জানান বিএনপির পাশে থেকে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য। নারায়ণগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পাশে এখন তরুনদের বেশী দেখা যায়। কারণ তরুণরা রাজনীতির একটি বিশাল শক্তি। এ শক্তিকে কাজে লাগিয়ে বিএনপি আগামীর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য তরুনদের সামনের কাতারে রাখার চেষ্টা করছেন বিএনপি।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯