আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | রাত ৪:১২

সোনারগাঁয়ে শামীম ওসমানের আশীর্বাদপুষ্ট মামুন এখন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান!

ডান্ডিবার্তা | ০২ অক্টোবর, ২০২৫ | ৯:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতের একাধিক মামলার আসামী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাকের ডগায় ঘুরছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল মামুন। বিগত আওয়ামীলীগ সরকার আমলে নদীখেকো বালু সন্ত্রাসীদের মধ্যে অন্যতম এই মামুনকেই গত বছরের ৩০ সেপ্টেম্বর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। পলাতক শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবুর আশীর্বাদে সোনারগাঁও ও আড়াইহাজারে মেঘনার তীরবর্তী এলাকায় বালু সন্ত্রাসী করে শত কোটি টাকার মালিক বনে গেছেন এই মামুন। একই সঙ্গে সোনারগাঁও পৌর এলাকা ও বৈদ্যেরবাজার ইউনিয়নের ড্রেজার নিয়ন্ত্রনের দায়িত্বও ছিল মামুনের হাতে। লিয়াকত হোসেন খোকা জাতীয়পার্টির এমপি নির্বাচিত হওয়ার পর খোকা ও শামীম ওসমানের মাধ্যমে পুরো বালু, ডেজ্রার নিয়ন্ত্রণ করে মামুন। জুলাই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় এই মামুন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর একাধিক হত্যা মামলায় আসামী হলেও তাকে পুলিশ গ্রেপ্তার করেনি রহস্যজনক কারনে। উল্টো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে অর্ধ কোটি টাকা দিয়ে ম্যানেজ করে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বনে যান মামুন। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে নিজেকে বিরাট বড় মাপের ব্যক্তি ভাবা শুরু করে দিয়েছেন অশিক্ষিত মেম্বার থেকে টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বনে যাওয়া মামুন। এলাকায় যাকে তাকে হুমকি ধমকি ভয়ভীতি দেখিয়ে ধান্ধাফিকির করার চেষ্টা করছেন। বিচার শালিসের নামে লাখ লাখ টাকা কামানোর ধান্ধাবাজি শুরু করেছেন মামুন। পূর্বের সকল বালু মহাল, ডেজ্রার সেক্টর সহ অবৈধ সেক্টরগুলোর নিয়ন্ত্রক হয়েছেন তিনি। বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিশেষ সুবিধায় ম্যানেজ করে প্রকাশে ধাবিয়ে বেড়াচ্ছে বৈষম্যবিরোধী মামলার আসামী। এ ছাড়াও একই পরিষদের আওয়ামীলীগ নেতা আবুল মেম্বার বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী হলেও তাদের শেল্টারদাতা বনে গেছেন মামুন। আওয়ামীলীগের পলাতক নেতাদের সঙ্গে সখ্যতা ও যোগাযোগ রক্ষা করে সোনারগাঁয়ে আওয়ামীলীগকে দাঁড় করানোর চেষ্টা করছে মামুন। কিছু অখ্যাত অনলাইনের ব্যক্তিদের অবৈধ টাকায় লালন করে নিজের সাম্রাজ্য টিকিয়ে রেখেছে। মামলার আসামী হয়ে প্রকাশ্যে ঘুরলেও তাকে গ্রেপ্তার করছেনা রহস্যজনক কারণে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা