আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৩:৪৭

জেলা বিএনপিতে বাড়ছে প্রতিহিংসা

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৫ | ৮:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠনের পর থেকেই একের পর এক বিতর্কের মধ্য দিয়ে চলছে সংগঠনটির। দলের কর্মকান্ড নিয়ে নানা আলোচনা-সমালোচনা এবং উত্তেজনা লক্ষ্য করা গেলেও আগামী ফেব্রæয়ারীতে এয়োদশ নির্বাচনের সম্ভাব্য সময় বিবেচনায় থাকায় বিশৃঙ্খল এবং দুর্বলতা ও অনৈক্যে জর্জরিত থাকা কোন কমিটিতেই হাত দিচ্ছে না দলীয় হাইকমান্ড। যাকে ঘিরে সংগঠনটি প্রতিহিংসার রাজনীতিতে রূপ নিচ্ছে। চলতি বছরের ২৭ জুলাই জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তি করার লক্ষ্যে এবং জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো, অভ্যন্তরীন কোন্দল ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান প্রস্তুতি নিয়ে স¤প্রতি কেন্দ্রীয় বিএনপি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। গুরুত্বপূর্ণ ঐ বৈঠকে অনলাইনে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির তিন শীর্ষ নেতা আহŸায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং মাসুকুল ইসলাম রাজিব। সে সময় জেলা বিএনপিকে কঠোর বার্তা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে কেন্দ্রীয় একাধিক সূত্র জানিয়ে ছিলেন, জেলা বিএনপিকে দ্রæত সময়ের মধ্যে ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই তালিকায় সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া কথা উঠলে ও আপাতত সেটি না ভাঙ্গার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনার বাস্তবায়ন করতে পারেনি জেলা বিএনপির নেতৃবৃন্দ। ইতিমধ্যে ফতুল্লা থানা বিএনপির কমিটি না ভেঙে দ্ব›েদ্ব পাত্তা না পেয়ে কমিটির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের দেওয়া কমিটি থেকে তার বলয়ে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল ইসলাম রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লালকে শোকজ করে কমিটি থেকে অব্যহৃতি দেওয়া হয়েছে। তা ছাড়া ফতুল্লা থানা বিএনপির কমিটি হয়নি ভাঙা তা ছাড়া যে যে ইউনিয়নকে সভাপতিবিহীন করা হলো সেখানে ও দেওয়া হয়নি ভারপ্রাপ্ত সভাপতি। এদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিকে ভেঙে পূর্ণগঠনের নির্দেশ থাকলে ও সেখানে দিতে পারেনি হাত। যাকে ঘিরে জেলা বিএনপির যোগ্যতা ইতিমধ্যে যাচাই করে ফেলেছেন কেন্দ্রীয় হাইকমান্ড। যাকে ঘিরে বর্তমানে জেলা বিএনপির দুর্বলতা আলোচনা-সমালোচনায় জেলা বিএনপির রাজনীতি। সূত্র বলছে, এয়োদশ নির্বাচনের বাকি মাত্র ৩ মাস। দ্রæত তফসিল ঘোষণা হতে পারে কিন্তু দেশের বর্তমান রাজনীতিতে সবচাইতে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নারায়ণগঞ্জ জেলা শাখার রাজনীতিতে দুর্বল লক্ষ্য করা যাচ্ছে। কিছু মাস পূর্বে জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে কাজে গতি ফেরাতে জেলা বিএনপিকে ৩৩ সদস্য বিশিষ্ট উন্নতিকরণ কমিটি গঠনের পর ও কমিটি গঠনের ৯ মাসেও জেলা বিএনপিকে সাংগঠনিক শক্তি করতে নেই কোন প্রকারের পদক্ষেপ। জেলা বিএনপির বর্তমান আহŸায়কের প্রেসক্রিপশনে জেলা বিএনপির উন্নতি কমিটি গঠন হলে ও নেতাকর্মীদের নেই দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা। তা ছাড়া জেলার আওতাধীন ১০টি ইউনিট কমিটিই জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের স্বাক্ষরে হলে ও সেগুলো কেন্দ্রীয়ভাবে ভাঙার নির্দেশনা আসলেও না আসায় সেই ইউনিট কমিটিগুলো ভেঙে পূর্ণ গঠন না করায় বর্তমানে জেলা বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিট কমিটিসহ ইউনিয়ন, ওয়ার্ড কমিটিগুলোতে দ্ব›দ্ব প্রকাশ্যে হয়ে উঠেছে। বর্তমানে ইউনিট কমিটিগুলো ছাড় দিয়ে প্রতিহিংসার রাজনীতির উসকানি নিয়ে তাদের বলয়ের বাহিরে থাকা ইউনিয়ন কমিটিগুলো সভাপতিদের অব্যাহতি দেওয়া হয়েছে। যা নিয়ে বিশৃঙ্খলার রাজনীতি শুরু হয়েছে। বর্তমানে আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যের ঘোষণা দিলে ও অভ্যন্তরীন কোন্দলে সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিনের বলয়ের নেতাকর্মীদের উপরে চাপ প্রয়োগ করছেন বর্তমান আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ। ইতিমধ্যে ফতুল্লায় সেই খড়গ চালালে ও সিদ্ধিরগঞ্জ নিয়ে চলছে নানান আলোচনা। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি ভেঙে ফেলার ঘোষণা থাকলে ও গিয়াস উদ্দিনের হুঙ্কারে সেই কমিটিতে এখনো হাত দিতে পারেনি মামুনপন্থীরা এমনটা জানিয়েছে সূত্র। তা ছাড়া এমনভাবে চললে নির্বাচনের পূর্বে অনৈক্যে জর্জরিত হয়ে পরবে জেলা বিএনপির রাজনীতি। তা ছাড়া বর্তমানে মামুন মাহমুদের প্রভাবের এড়িয়ে ধীরে ধীরে ছোট হতে যাচ্ছে। তার হাতের বাহিরে চলে যাচ্ছে ফতুল্লার বিভিন্ন নিয়ন্ত্রণ। সিদ্ধিরগঞ্জ বর্তমানে ১০টি ওয়ার্ডই গিয়াস উদ্দিনের বলয় ভরা। তা ছাড়া আসন পুনর্বিন্যাসের পর সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ আসনে অন্তভুক্ত হওয়ায় আর ফতুল্লা এককভাবে নারায়ণগঞ্জ-৪ আসনে যুক্ত হওয়ায় বর্তমানে নির্বাচনের আশা ও ছেড়ে দিয়েছে মামুন মাহমুদ। এদিকে কমিটির প্রায় এক বছর হতে চললেও ৯০ দিনের মধ্যে ছিলো সম্মেলন করার তারিখ কিন্তু সেটা করে ও জেলা বিএনপির নেতৃবৃন্দ পারেনি। যা নিয়ে সমালোচনা চলছেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা