আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:১০

মনোনয়ন প্রত্যাশীদের বাকযুদ্ধ শুরু

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৫ | ৯:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের বিভাজন প্রকাশ্যে চলে এসেছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপিতে একাধিক গ্রæপ আলাদা আলাদা ভাবে একে অন্যের বিরুদ্ধে অপ্রকাশ্যে বিষোদগার করলেও গতকাল শনিবার সদর-বন্দর আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সদর-বন্দর আসনের চার মনোনয়ন প্রত্যাশী প্রকাশ্যে মাঠে নেমেছে। সংবাদ সম্মেলনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন, তিনিই এখন এক গভীর ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। এই প্রভাবশালী ব্যবসায়ী নেতা অভিযোগ করেছেন, তাঁর রাজনৈতিক ক্যারিয়ার বিনষ্ট করতে একটি মহল ৩০ লাখ টাকা খরচ করে তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা সাজানোর চেষ্টা করছে। বিএনপিতে সদ্যযোগদানকারী এই নেতা অভিযোগ করে বলেন, তাঁকে মনোনয়নের দৌড় থেকে দূরে রাখতে এবং দলের কাছে হেয় প্রতিপন্ন করতে বিএনপির ‘ঐতিহ্যবাহী একটি পরিবার’ এই জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত। মাসুদুজ্জামান মাসুদ দাবি করেন, যে গ্রæপটিকে ভাড়া করা হয়েছে, তারাই এসে তাঁকে এই ষড়যন্ত্রের কথা জানিয়েছে। তিনি জানান, “ঐ গ্রূপের একজন প্রথমে আমাকে ফোন করে বলে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনার সাথে এ ব্যপারে কথা বলতে চাই। পরে আমি তাদের আমার অফিসে আসতে বলি।” মাসুদ জানান, তারা অফিসে এসে তাঁকে জানায় যে, এই মামলার জন্য ৩০ লাখ টাকা ভাড়া ঠিক করা হয়েছে এবং ইতোমধ্যে ১৫ লাখ টাকা অগ্রিম হিসেবে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রকারীরা তাঁকে জানিয়েছে, তাদের কাছে মামলার ‘যাবতীয় প্রমাণ’ও তৈরি আছে। এই বক্তব্যের পর গতকাল রাতেই একাধিক মনোনয়ন প্রত্যাশী তাদের প্রতিক্রীয়া ব্যক্ত করেছেন। মহানগর বিএনপির আহবায়ক মহানগর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, গত ১৭ বছর কষ্ট করে মাঠে ফসল ফলিয়েছি আমরা। এখন আমাদের ধান পেকেছে, সেই পাকা ধান কেটে বিএনপির ঘরে তোলার দায়িত্ব আমাদের কিন্তু আমাদের সেই ধান ক্ষেতে ডাকাত পড়েছে। বর্গিরা এসে আমাদের পাকা ধান কেটে নিয়ে যেতে চাইছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ‘শিল্পপতি মডেল মাসুদ’-কে উদ্দেশ্য করে অ্যাডভোকেট সাখাওয়াত কঠোর সমালোচনা করে বলেন, একজন শিল্পপতি ২০০/৫০০ টাকা দিয়ে লোকজনকে নিয়ে যাচ্ছেন কিন্তু তিনি সর্বোচ্চ জানুয়ারি মাস পর্যন্ত টাকা দিতে পারবেন। এরপর আর তাদের দরজার সামনেও যাওয়া যাবে না। এসব শিল্পপতিকে দুঃসময়ে পাওয়া যাবে না, কারণ তারা দলের সুসময়ে এসেছে টাকা কামানোর জন্য। তিনি আওয়ামী লীগের আমলের ব্যবসায়ীদের উদাহরণ টেনে বলেন, অনেকে সালমান এফ রহমানের মতো টাকা কামানোর জন্য বিএনপির মনোনয়ন বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সদ্য যোগদানকারী ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের অভিযোগ প্রসঙ্গে কঠোর মন্তব্য করে বলেন, “ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা। অর্থের জোরে কেউ নিজেকে নেতা সাজাতে পারে না।” টিপু অভিযোগ করেন, মাসুদুজ্জামান মাসুদ মহানগর বিএনপির ব্যানারে যে কয়েকটি কর্মসূচি পালন করেছেন, তা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার উল্লেখযোগ্য ঘটনা। তিনি স্মরণ করিয়ে দেন, গত ২২ সেপ্টেম্বর মাসুদ যখন যোগদান করেন, তখন মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং স্বাগত জানিয়ে তাঁকে দলের নিয়ম ও চেইন অব কমান্ড মেনে চলতে বলা হয়েছিল। কিন্তু তা তিনি মানছেন না। শিল্পপতি হিসেবে তিনি ভালো অবস্থানে আছেন, কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসেবে নন। “উনি যদি টাকার জোরে কিছু করতে চায় তাহলে দীর্ঘদিনের নির্যতিত নেতারা এটা মেনে নিবে না।” টিপু মাসুদকে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে স্ট্যান্ডবাজি বন্ধ করার আহŸান জানান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা। মাসুদের বক্তব্যের প্রতিক্রীয়ায় বলেন, একজন রাজনীতিবিদকে বুঝে শুনে কথা বলা উচিৎ। আশা বলেন, “আমরা কোনো বিত্তশালী মানুষ না বা বর্তমান প্রেক্ষাপটে এতো অলস অর্থ নাই যে, কারো বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা দিয়ে কাউকে অপমান অপদস্থ করবো। এই ধরণের পারিবারিক বা ঐতিহ্য কোনটাই আমরা ধারণ করি না। অপর দিকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাবুলের ভাই জহির আহমেদ সোহেল এক বিবৃতিতে বলেন, দলের জন্য বিগত দিনে কোন কাজ না করলেও নেতাকর্মীদের দু:সময়ে তাদের পাশে না থাকলেও একজন শিল্পপতি এখন নিজেকে জাহির করার জন্য মনগড়া তথ্য প্রচার করে চলেছেন। সব মিলিয়ে নারায়ণগঞ্জ সদর-বন্দর আসন নিয়ে ৫ মনোনয়ন প্রত্যাশীর বাক যুদ্ধ বিএনপির সাধারণ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। গতকাল শনিবার হোটেল রেস্তোরা আর আড্ডাখানায় এ নিয়ে মুখরোচক কথাবার্তা টক অব দ্যা টাউনে পরিনত হয়।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা