আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৪:১১

বন্দরে আলমগীর হত্যায় মামলা আসামী করা হয়েছে ২১জনকে

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৫ | ৮:৫৩ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে হোসিয়ারী শ্রমিক আলমগীর খুনের ঘটনায় থানায় ১৯ জনের নাম উল্লেখ করে আরো ৭/৮জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আলমগীরের বোন কল্পনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় খলিল মিয়ার ছেলে সোহেব, মৃত আক্কাস মিয়ার ছেলে আশ্রাফুল প্রকাশ কালু, মাসুদ মিয়ার ছেলে পারভেজ, মোতালিব মিয়ার ছেলে নাদিম, বাচ্চু মিয়ার ছেলে জুয়েল, আনজু, পিরোজ আলীর ছেলে রিপন, মৃত কাশেম মিয়ার ছেলে নূর আলম, অকিল উদ্দিনের ছেলে আমির হোসেন, বছির মিয়ার ছেলে সুমন, রমজান মাঝির ছেলে রুবেল, আ: ছালাম মিয়ার ছেলে মনির হোসেন, কাদির মিয়ার পেলে ফরহাদ, কাশেম মিয়ার ছেলে রাসেল, কামাল মিয়ার ছেলে সুমন, আব্বাস মিয়ার ছেলে ইফরাত, মহিউদ্দিন মিয়ার ছেলে রাসেল, আলী হোসেন মিয়ার ছেলে রোমান ও রাতুলসহ অজ্ঞাত ৭/৮জন। বাদী তার এজাহারে উল্লেখ করেন, নিহত আলীমগীর তার ভাই। নিহত আলমগীরের ছেলে মুন্নার সাথে আসামী জুয়েলের সাথে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। গত শুক্রবার বিকালে আসামী পারভেজের গ্যারেজে বসে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বসে। আমার ভাই আলমগীর শালিসে আসতে দেরী করায় আসামীরা আমার ভাই আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। পরে শালিস বৈঠকে আসামী জুয়েলের কাছে আমাদের পাওনা চাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামীরা আমার ভাইকে এলোপাথারি মারপিট শুরু করে। আমার ভাইকে গ্যারেজের সামনের রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে আমার ভাইয়ের মাফায় হাতুড়ি দিয়ে আঘাত ও গর্দানে সুইচগিয়ার চাকু দিয়ে ছুরিকাঘাত করে। পরে আমরা এলাকাবাসীর সহায়তায় প্রথমে আমার ভাইকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রæত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে গত শনিবার সকালে আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়্। এ ব্যপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, আলমগীর হত্যার ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। স্থানীয়রা জানান, হত্যা মামলার ১নং আসোমী সোহেব একজন সন্ত্রাসী। সে রূপালীসহ আশপাশের এলাকার ড্রেজার নিয়ন্ত্রণ করে। তার একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। আমরা তাদের অত্যাচার অতিষ্ট।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা