আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৪:০০

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৫ | ৯:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে গত রোববার বিকালে জেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাসুদা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমদ ও ইসলামিক এডুকেশন ট্রাস্ট (আইইটি) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার। এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক গোলাম মোস্তফা মিল্টন, হুমায়ন কবির, শফিকুর রহমান, শেখ শফিকুল ইসলাম প্রমুখ। আবু সাঈদ আরমানের উপস্থাপনায় আলোচনা সভায় সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক এবং এলাকার গুণীজনরা উপস্থিত ছিলেন। সরকারি মাধ্যমিক শিক্ষক নেতা গোলাম মোস্তফা মিল্টন সভায় বলেন, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে আলাদা মাধ্যমিক শিক্ষ অধিদপ্তর প্রতিষ্ঠাসহ শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মাধ্যমিকের প্রবেশ পদকে ৯ম গ্রেডে উন্নিত করার দাবি জানিয়েছে আসছেন শিক্ষকরা। তাছাড়া শিক্ষক নেতা হুমায়ন কবির মাধ্যমিক শিক্ষার গুরুত্ব ও বিস্তৃত পরিধি বিবেচনায় এবং শিক্ষার মানোন্নয়নের জন্য এন্ট্রিপদ ৯ম গ্রেডকে ভিত্তি করে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গুরুত্ব তুলে ধরেন। ফারুক আহমদ তার কর্মজীবনের দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে সরকারি মাধ্যমিক শিক্ষকদের বঞ্চনা, প্রমোশনবিহীন শিক্ষকদের কর্মজীবনের সমাপ্তিসহ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার পরও প্রমোশন না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জোরালো পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবার প্রতি আহবান জানান।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা