আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৪:০৮

ফতুল্লায় বাসের ধাক্কায় পথচারীর নিহত উত্তেজিত জনতা বাসে অগ্নিসংযোগ

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৫ | ৯:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের ধাক্কায় চার আসনের ব্যাটারিচালিত রিকশার (ইজিবাইক) একজন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন। এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন ও ইজিবাইক চালকরা জড়ো হয়ে বাসটির চালক ও সহযোগীকে মারধর করে পুলিশে দেন। ভাঙচুর করা হয় দুর্ঘটনা কবলিত বাসটি এবং পরে একই পরিবহনের আরেকটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। গতকাল সোমবার দুপুর আনুমানিক দুইটার দিকে সড়কটির ফতুল্লা অংশে জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। নিহত মোজাম্মেল হক (৫৫) ফতুল্লার সস্তাপুর এলাকার প্রয়াত মোক্তার হোসেনের ছেলে। তিনি ব্যবসায়িক কাজে ইজিবাইকে শহরের চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইক চালক ফতুল্লার কায়েমপুরের বাসিন্দা মো. রানা (৪৫) ও দুই আসনের অপর একটি ব্যাটারিচালিত রিকশা (মিশুক) চালক সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার বাসিন্দা আনিছুর রহমান (৩৫)। অন্যদিকে বাসটির চালক ও তার সহযোগীর নাম-পরিচয় জানা যায়নি। তারা গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন জানিয়েছেন ফতুল্লা থানার ওসি শরিফুল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌমিত ট্রান্সপোর্ট লিমিটেডের বাসগুলো নারায়ণগঞ্জ শহর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যাত্রী পরিবহন করে। দুপুরে নারায়ণগঞ্জমুখী লেনে এ পরিবহনের দ্রæতগামী একটি বাস সামনে থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা যাত্রী ও চালক গুরুতর আহত হন। একই সময়ে পাশে থাকা আরেকটি মিশুকেও ধাক্কা লাগলে ওই চালকও সড়কে পড়ে গিয়ে আহত হন। স্থানীয় লোকজন তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে যাত্রী মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুই চালককে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে, ঘটনার পর ব্যাটারিচালিত রিকশা চালক ও স্থানীয় লোকজন ক্ষুব্দ হয়ে মৌমিতা ট্রান্সপোর্টের বাসটি ভাঙচুর করেন এবং চালক ও হেলপারকে মারধর করেন। একই পরিবহনের আরেকটি ঢাকামুখী বাসের যাত্রী নামিয়ে সেটিতেও ভাঙচুর করে পরে তাতে আগুন দেওয়া হয়। বিক্ষুদ্ধ লোকজন সড়ক অবরোধও করে রাখেন। এতে অন্তত এক ঘন্টা সড়কটিতে যান চলাচলে বিঘœ ঘটে। পরে পুলিশ সেখানে উপস্থিত হলে যান চলাচল স্বাভাবিক করেন এবং মারধরে আহত বাসের চালক ও তার সহযোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি শরিফুল ইসলাম। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা