
ডান্ডিবার্তা রিপোর্ট
আমরা “৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। আমরা পরিষ্কার করছি, আবার ময়লা ফেলছে। আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে পরুক।” বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র্যালি শেষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। সভায় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, একসময় শীতলক্ষ্যা নদীকে ঘিরে ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি এসেছিল। কিন্তু আজ সেই শীতলক্ষ্যা মরে গিয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে, কারণ খালগুলো ভরে গেছে। তিনি আরও বলেন, “আমরা ৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ময়লাগুলো কে ফেলছে, কেন ফেলছে? আমরা পরিষ্কার করছি, আবার ময়লা ফেলা হচ্ছে। এর কারণ হলো মানুষের বিবেকবোধ কাজ করছে না। একজন ভাবে, আমি ফেললে কিছু হবে না। কিন্তু যখন ১০ লাখ মানুষ ময়লা ফেলে তখন তা ভয়াবহ বোঝায় পরিণত হয়।” খাল ও নদী দখল-দূষণের কারণে নানা সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “আমাদের ৮০৫টি ব্রিজ-কালভার্ট ভেঙে ফেলতে হচ্ছে। এসব ব্রিজ লো-হাইট করে তৈরি করা হয়েছে। খাল পরিষ্কার করতে গিয়ে দেখি ছোট ছোট কালভার্ট করা হয়েছে। কেউ হয়তো ব্যক্তিগত প্রয়োজনে করেছে, কিন্তু একবারও চিন্তা করেনি—এতে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। শুধু নিজের স্বার্থ চিন্তা করেছে।” তিনি বলেন, “আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক। শুধু নিজের ভালো চিন্তা করলেই হবে না, রাষ্ট্রের ভালোও চিন্তা করতে হবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯