আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৪:২০

নারায়ণগঞ্জে খোরশেদের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

ডান্ডিবার্তা | ০৮ অক্টোবর, ২০২৫ | ৯:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরে রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে গণসংযোগ করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও সদর-বন্দর আসনের মনোনয়ন প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। গতকাল মঙ্গলবার শহরের কালীরবাজার এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি। এসময় কালীরবাজার এলাকায় বিভিন্ন দোকানে ও ব্যাবসায় প্রতিষ্ঠানে ঘুরে ৩১ দফা দাবী সম্পর্কে সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করেন। এসময় ৩১ দফা সম্পর্কে সকলকে অবগত করেন এবং এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহŸান জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহŸান জানান খোরশেদ। এসময় খোরশেদ বলেন, বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তারেক রহমান প্রমান করেছেন তিনিই আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন। তিনি প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে ন্যায় বিচারের কথা বলেছেন। আপনারা অন্ধ অনুসরণ করবেন না। আপনারা এই ৩১ দফা পড়ে দেখবেন। পরবর্তীতে যেন বিএনপি ক্ষমতায় আসলে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে বিএনপি তার প্রতিশ্রæতি পূরণ করেছে কিনা। তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা গত ষোল বছরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র মেরামতে তারেক রহমান এই ৩১ দফা দিয়েছেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তিনিই আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন। তিনি বলেন, বিএনপি বড় দল। এখানে অনেক যোগ্য লোক আছে। আপনারা মনে করবেন না আমরা নিজেদের মধ্যে সংঘাত করছি। এটা আমাদের মধ্যে প্রতিযোগীতা চলছে। তবে যিনিই ধানের শীষ মার্কা নিয়ে আসবে আমরা সকলে তাকেই বিজয়ী করবো। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান খন্দকার, হারুন জামাল, আনোয়ার মাহমুদ বকুল, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, শওকত খন্দকার, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূইয়া, মোঃ মুসা, ওসমান গনি, রানা মুন্সী, মোঃ মিঠু, কাওসার জুলহাস, জামাল হোসেন, নুরুল্লাহ খন্দকার, মাসুম খন্দকার, মাসুদ আহমেদ, রাজীব হোসেন সহ শতাধিক নেতাকর্মী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা