আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৪৩

না’গঞ্জে বেড়েছে হত্যাকান্ডের ঘটনা

ডান্ডিবার্তা | ০৮ অক্টোবর, ২০২৫ | ৯:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বেড়েছে হত্যাকান্ডের ঘটনা। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গণপিটুনি, শ^াসরোধ, ছুরিকাঘাত, হাতিুড়ি দিয়ে পিটিয়েসহ বিভিন্ন কায়দায় মাত্র ১৫ দিনের মধ্যে কয়েকটি হত্যাকান্ড সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়ে আকঙ্ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা। গত শুক্রবার সোনারগাঁ উপজেলায় যৌতুকের দাবিতে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত স্মৃতি রানী বর্মণ কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের যতীন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে। তিনি সোনারগাঁয়ের বেনু চন্দ্র বর্মণের ছেলে সনজিৎ চন্দ্র বর্মণের স্ত্রী। এ ঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে স্বামী সনজিৎ চন্দ্র বর্মণ, শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শ্বাশুড়ি জোসনা রানী বর্মণ, আত্মীয় স্বরসতি চন্দ্র বর্মণসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই স্বামীসহ আসামিরা ৫ লাখ টাকা যৌতুক দাবি করে স্মৃতি রানীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে কয়েক ধাপে ৩ লাখ টাকা দেওয়ার পরও তারা বাকি ২ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। গত ২ অক্টোবর রাতে স্মৃতি রানী তার ভাইকে ফোন করে জানায়, যৌতুকের টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে স্বামী-শ্বশুরবাড়ির লোকজন হুমকি দিয়েছে। ফতুল্লায় বাউল শিল্পি আনিকা আক্তার অনিকার (১৯) রহস্য জনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার দাবী পারিবারিক কলহের জের ধরে অনিকাকে হত্যা করেছে তার স্বামী হাবিবুর রহমান(২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকার ভাড়া বাসা থেকে অনিকার মৃত দেহ তার স্বামী হাবিবুর রহমান স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে হাবিবুর রহমানকে আটক করে। নিহত আনিকা আক্তার অনিকা (১৯) মাদারীপুর জেলার মোস্তফাকুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। হাবিবুর ও অনিকা ফতুল্লার ভুইগড় এলাকায় মাস্টারের ভাড়াটিয়া বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। এ ভাড়াটিয়া বাসায় মৃত্যুর ঘটনা ঘটে। অনিকার বাবা জাহাঙ্গীর আলম জানান, ৫ বছর আগে অনিকাকে হাবিবুর ভালোবেসে বিয়ে করে। তাদের বিয়ের পর জানতে পেরেছি স্ত্রীর সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হলেই নতুন করে আবার বিয়ে করতেন। এভাবে হাবিব পর্যায়ক্রমে অনিকার আগে ৪টি বিয়ে করেছে। ৪ মাস আগে অনিকার একটি কন্যা সন্তান হয়েছে। সেই সন্তান কোলে নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকের পাশে অবস্থিত একাধীক বাউল ক্লাবে গিয়ে গান করতেন। সারারাত গান গেয়ে যে টাকা উপার্জন করতেন সেই টাকা বাসায় আসলেই অনিকার কাছ থেকে জোড় করে নিয়ে যেত হাবিবুর রহমান। তিনি আরো বলেন, স¤প্রতি মালা নামে এক বাউল নারী শিল্পিকে হাবিবুর বিয়ে করেন। হাবিবুরের কাছে সেই বিয়ের সত্যতা জানার চেষ্টা করেন অনিকা। এ নিয়ে হাবিবুর ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে গ্রামের বাড়ি চাদপুর চলে যায়। বন্দরে আলমগীর হোসেন (৫২) নামে এক হোসিয়ারী শ্রমিককে সন্ত্রাসীরা তুলে নিয়ে খুন করেছে। গত শুক্রবার রাতে বন্দরের বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর বন্দর শাহী মসজিদ এলাকার মালেক সাহেবের বাসার ভাড়াটিয়া। তার পিতার নাম সোবহান মিয়া। ফতুল্লার উত্তর শিয়াচরে ড্রামের ভেতর থেকে দু পা বিচ্ছিন্ন নয়ন (৪৯) নামে এক জনের লাশ উদ্ধার করেছে। সে কুতুবপুরের পিলকুনি এলাকার আব্দুস সালামের ছেলে। এরআগে গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনে পরিত্যাক্ত ঝোপের ভিতরে একটি ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাওয়া মার্কেটের পেছনের এক পরিত্যক্ত স্থানে স্থানীয়রা একটি ড্রামের ভিতরে মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। আড়াইহাজারে অটোরিক্সা চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিরাজ মিয়ার ছেলে ইমন মিয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন। নিহত ইমন মিয়া মারুয়াদী এলাকার সিরাজ মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, গত রবিবার রাতে আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী চৌরাস্তা এলাকায় স্থানীয় ইমরান নামে এক ব্যক্তি অটোরিক্সা চুরি করে নিয়ে যাবার সময় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সিরাজ মিয়ার ছেলে ইমন মিয়াসহ স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে। এসময় ইমরানকে ছাড়িয়ে নিতে তার লোকজন আসলে তাদের উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি ইমনের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হয় সে। প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ৮ টারদিকে তিনি মৃত্যূ বরণ করেন। এর আগে আড়াইহাজারে অল্প কয়েকদিনের ব্যবধানে অন্তত তিনটি গণপিটুনিতে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। গত ৮ সেপ্টেম্বর আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে আয়নাল নামে এক ব্যক্তিকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। আয়নাল আড়াইহাজারে চিহ্নিত ডাকাত সদস্য। ঘটনার রাতে একটি ইজিবাইকে ডাকাতির অভিযোগ উঠলে গ্রামবাসী জড়ো হয়ে তাকে পিটিয়ে হত্যা করে। আয়নালের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ সহ ৭ টি মামলা ছিলো। একই মাসের ২৯ সেপ্টেম্বর একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল ওরফে ফেন্সি সোহেলকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার দিন সকালে বালিয়াপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে চাঁদা আদায় করতে গেলে প্রথমে কথা কাটাকাটি ও পরে তাকে স্থানীয়রা ঘিরে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। সোহেল স্থানীয় ইউপি সদস্য হলেও চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৫ টির বেশি হত্যা, মাদক ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তার উপর আগে থেকেই গ্রামের মানুষ ক্ষুব্ধ ছিলো। গত ১ অক্টোবর রাতে আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী এলাকায় ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে নবী হোসেন নামে এক ডাকাতকে হত্যা করা হয়। রাতে বিশনন্দি এলাকার ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়িতে ১০/১২ জন ডাকাতি করতে এসে পরিবারের সদস্যদের উপর আক্রমন করে। বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করার পর স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে তাদের ঘেরাও করে। উত্তেজিত জনতা এক ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এক মাসের কম সময়ে তিনটি গণপিটুনিতে হত্যাকান্ড স্বাভাবিক ভাবেই প্রশ্ন তোলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যখন মানুষ বুঝতে পারে আইনের হাতে সোপর্দ করলেও এর থেকে স্থায়ী সমাধান পাওয়া যাবে না, কিংবা উল্টো তার নিজের নিরাপত্তা ঝুকিতে থাকবে, তখন তারা আইন হাতে তুলে নেয়। এই ঘটনাগুলো রোধ করা না গেলে অনেক নিরপরাধ মানুষও কেবল সন্দেহের বশে হত্যাকান্ডের শিকার হতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা