
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে ইঙ্গিত করে বলেন, এমন গার্মেন্টস বাংলাদেশ হাজার হাজার আছে। আপনারা হচ্ছেন গার্মেন্টসের মালিক হয়েছেন। গার্মেন্টস ছুটি দিয়ে ওই গার্মেন্টসের শ্রমিক দিয়ে আপনারা মিছিল করে জনগণকে দেখাবেন সেটা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ বুঝে। আমরা দেখেছি আপনাদের মিটিংয়ে কারা থাকে। থাকে ওই আওয়ামী লীগের দোসরা যারা গত ১৫ বছর বিএনপির সাথে অন্যায় করে বহিষ্কৃত হয়েছে তারা থাকে আপনাদের সামনে। গত কয়েকদিন আগেও একটি মিছিল হয়েছে সেখানে কোন বিএনপি’র নেতাকর্মীদেরকে দেখি নাই। ওই গার্মেন্টসের শ্রমিক দিয়া আপনি বিএনপি সাজতে চান সেটা হবে না। আমাদের মাঠের কর্মীদের মধ্যে যাকে নমিনেশন দিবে আমরা সেটা মেনে নিব এবং আমরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়ে ধানের শীষের বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার অন্তর্গত মুছাপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গতকাল শুক্রবার বিকেল চারটায় মুছাপুর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে এই কর্মীসভার আয়োজন করা হয়। তিনি বলেন, আমি একটি কথা বলতে চাই যারা দলে আসতে চান আপনাদেরকে স্বাগতম জানাই যদি ভালো মানুষ হন তাহলে বিএনপিতে স্বাগতম। কিন্তু আইসা সামনে বসা চেষ্টা করবেন না, মিছিলের সামনে যাওয়ার চেষ্টা করবেন না। আর যারা চেইন অফ কমান্ড মেনে চলবেন তাদের প্রতি আমাদের কোন আপত্তি থাকবে না। কিন্তু অনেকেই এখন এসে এমপি বনে যাচ্ছেন। জনগণ সবাই আপনাদের পক্ষে এই ধরনের কথা বলতে চাচ্ছেন। এড.সাখাওয়াত আওয়ামী লীগের দোসর রাজাকার পুত্র মাকসুদ আহমেদকে ইঙ্গিত করে বলেন আমাদের মুসাপুর ইউনিয়নে ফ্যাসিসদের একটু আনাগোনা দেখা যায়। ফ্যাসিসরা আপনাদের স্থান হবে জেলখানায়। যারা নির্বাচনের স্বপ্ন দেখছো তাদেরকে বলে দিতে চাই, ফ্যাসিসরা কোন সময় নির্বাচন করতে পারবে না। আদেশে আশায় ধুলাবালি। যারা এই ইউনিয়নের মানুষকে বিভ্রান্ত করছেন, আমি জনগণকে বলতে চাই আপনারা ফ্যাসিসদের সাথে যাবেন না। ফ্যাসিসরা আপনাদের কোন উপকারে আসবে না তারা ১৫ বছর আপনাদের সম্পদ লুটেপুটে খেয়ে বড় বড় বাড়ি ও ধনসম্পদের মালিক হয়েছে। তারা মুছাপুরের মানুষের জমি সম্পত্তি বিক্রয়ের নামে টাকা ও সম্পত্তি হাতিয়ে নিয়েছে। সুতরাং তারা হল এই মুছাপুর ইউনিয়নের জনগণের শত্রæ। সেই শত্রæদেরকে আপনারা স্থান দিবেন না। মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহŸায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯