আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৩:৪৬

শহরে এনসিপি’র ৩৬’র লাল যাত্রা

ডান্ডিবার্তা | ১১ অক্টোবর, ২০২৫ | ৯:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন এই চার দাবিতে নারায়ণগঞ্জ শহরে ৩৬’র লালযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শহরের মন্ডলপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ৩৬’র লাল যাত্রা নামে আমরা আরেকটি যাত্রা শুরু করলাম। নির্বাচনের আগে আমাদের এই চার দাবির অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের বিনির্মাণ ঘটবে না। এই চার দাবি বাস্তবায়নের পর সিদ্ধান্ত হবে আমরা নির্বাচনে যাবো কিনা যাবো না। ৫ তারিখ পরবর্তী সময় দেশের যে অবস্থায় দেখতে পাই এবং বর্তমানে বড় বড় দলের যে রাজনীতিক কর্মকান্ড দেখছি তাতে নতুন বাংলাদেশের আশা-আকাঙ্খার বাস্তবায়ন ঘটছে না। মিছিলে এনসিপি’র কেন্দ্রƒীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা