
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার শিবু মার্কেট এলাকায় রাস্তার উপর সবজি, মাছ, মুরগি, চায়ের ইত্যাদির দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হচ্ছে, দখল করা দোকান থেকে রাস্তায় ফেলা হচ্ছে পানি, দোকানে থাকা বিভিন্ন ময়লা এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। এছাড়া দুপুর গড়িয়ে বিকেল হতেই প্রায় শিবু মার্কেটের সড়ক দখল করে বসে ভ্রাম্যমাণ দোকান, দিনের আলো নিভে যেতেই এসব দোকানে জ্বলে উঠে আলো। প্রশ্ন উঠেছে, দোকানিরা বিদ্যুৎ পাচ্ছেন কোথায় থেকে? অভিযোগ রয়েছে, একটি চক্র অবৈধভাবে এসব দোকানে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে এবং কামিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। শিবু মার্কেট সড়ক দখল করে প্রতিদিন বসে কয়েক শত দোকান। প্রতিটি দোকানে জ্বলে বৈদ্যুতিক বাতি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগেও ব্যাটারির মাধ্যমে এসব দোকানের লাইট জ্বালানো হতো। তবে বর্তমানে প্রতিটি দোকানেই জ্বলে বৈদ্যুতিক বাতি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিল্প এলাকার এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজার হাজার ইজিবাইক, মিশুক, ভারি যানবাহন চলাচল করে। আমরা কাজ শেষে এই সড়কটিতে হেটে চলতে পারিনা, হাটার রাস্তায় দোকান আর তো রাস্তা দীর্ঘ খোন যানজট লেগেই থাকে। রাস্তায় পানি থাকলে পিছল খেয়ে পরলে মারাত্মক দূর্ঘনা নিশ্চিত। আমরা এই দুর্ভোগের শেষ চাই।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯