
ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন নির্বচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মাঠে থাকলেও রূপগঞ্জ ও আড়াইহাজারে দেমন সাড়া শব্দ নেই। নারায়ণগঞ্জের অন্যান্য আসন থেকে এ দুই আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা একেবারেই কম। যারা আছেন তারা হেভিওয়েট প্রার্থী। তবে মনোনয়ন বাগাতে তাদের মধ্যে অঘোষিত অর্ন্তদ্বন্ধ চলছে। তবে কেউ কিছু প্রকাশ করছেন না। নিজেরা নিজেদের মত এগিয়ে যাচ্ছেন। রূপগঞ্জ ও আড়াইহাজার এই আসনে বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে সমালোচনার ঝড়। সূত্র বলছে, রূপগঞ্জ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শরীফ হোসেন টুটুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও কাজী মনিরুজ্জামান আলোচনায় রয়েছে এই দুইজনের মধ্যে যোগ্য একজন বিএনপির মনোনয়ন পাবে। কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জের বাকি ৩টি জেলায় নির্বাচনী হাওয়া উঠলে ও এই আসনে নির্বাচন নিয়ে লক্ষ্য করা যাচ্ছে না কোন প্রকারের প্রতিযোগীতা। তা ছাড়া দুই নেতার বাহিনীর বিরুদ্ধে গত ৫ আগষ্টের পর রূপগঞ্জে দখল, চাঁদাবাজি, হামলা, মামলা বাণিজ্যেসহ নানা অভিযোগ রয়েছে। কিন্তু বর্তমানে এই দুই মনোনয়ন প্রত্যাশী কঠোরভাবে নির্বাচনী প্রতিযোগীতায় নামেনি। হয়নি পাল্টাপাল্টি কোন বক্তব্যে ও প্রকাশ্যে দ্ব›েদ্বর খেলা। কিন্তু গত ৫ আগষ্টের পরবর্তীতে দুই গ্রæপের বাহিনীকে দখল বাণিজ্যেকে ঘিরে কয়েক দফায় সংঘর্ষসহ কমিটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, বিক্ষোভ মিছিল থাকলে ও প্রকাশ্যে দিপু-মনির জড়ায়নি কোন দ্ব›েদ্ব। তা ছাড়া একই সাথে বাকি মনোনয়ন প্রত্যাশী ৩ জন এরা ও প্রথমত নির্বাচনী ঘোষণা দিয়ে মাঠে নামলে ও তারা বর্তমানে উধাও শুধু কিছুদিন পরপর দুই একটি শোডাউন ছাড়া আর তাদের দেখা যায় না মাঠে। যাকে ঘিরে রূপগঞ্জ আগামী নির্বাচনী প্রস্তুতিতে এখনো পিছিয়ে ও নীরবতায় রয়েছে। আড়াইহাজার আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় থাকা কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন দুইজনেই যেন সমালোচনার জন্ম দিচ্ছেন। এই দুইজনকে নিয়েই নারায়ণগঞ্জ বিএনপিতে আলোচনা সমালোচনা অনেক চলছে। তাদের নামে সাথে যুক্ত হয়ে গেছে বিতর্কিত কর্মকান্ড। বিশেষ করে নির্বাচনের কাছাকাছি সময়ে এসে নিজেদের বিতর্কমুক্ত রাখতে পারেনি তা ছাড়া স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই আসনটিতে আওয়া মী লীগ এবং বিএনপি প্রায় সমানভাবেই নেতৃত্ব নিয়ে আসছিলেন। তবে আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচনগুলোতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়ে আসছিলেন। কিন্তু গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে এই আসনে বিএনপির দুই হেভিওয়েট ও আলোচিত নেতা ইতোমধ্যে অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি গেছে। গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে তারা নিজেদেরকে বিতর্কমুক্ত রাখতে পারেননি। নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে উচ্চবিলাসীতার অভিযোগ উঠেছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমল থেকেই শহরজুড়ে দামী গাড়ি হাকিয়ে চলতেন। নেতাকর্মীরা কষ্টে দিন যাপন করলেও সেদিকে তার কোনো ভ্রæক্ষেপ থাকতো না। ক্ষমতায় না থেকেও দামী গাড়ি হাকানো এবং পরিবর্তিত পরিস্থিতির পর আরও কয়েকটি দামী গাড়ির মালিক হয়ে যাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। তার আয়োর উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি কিভাবে এত টাকার মালিক হলেন সেসকল বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। এদিকে মাহমুদুর রহমান সুমন আওয়া মী লীগ সরকারের সমযয়ে কোনো মামলার আসামী হয়নি বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের আমলে বিএনপি দলীয় নেতাকর্মীরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হলেও মাহমুদুর রহমান সুমন বেশ ভালো অবস্থানেই ছিলেন। তিনি আওয়া মী লীগের সাথে আঁতাত করে রাজনীতি করে আসছেন বলে অভিযোগ করা হয়। তা ছাড়া তার বিরুদ্ধে সেই আসনের সাবেক আওয়ামী লীগের সাংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে পটপরিবর্তনের পরবর্তী সময়ে শেল্টারসহ তার বাসায় আশ্রয় দেওয়া অভিযোগসহ উঠে। একই সাথে এই আজাদ ও সুমনের বাহিনীর বিরুদ্ধে পটপরিবর্তনের পরবর্তী সময়ে দখল বানিজ্যেসহ মামলা বানিজ্যে, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। তা ছাড়া ইতিমধ্যে আড়াইহাজারে আধিপত্য বিস্তারে বিএনপির এই দুই মনোনয়ন প্রত্যাশীর গ্রæপের সাথে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তা ছাড়া এই আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুলের বিরুদ্ধে গত ৫ আগষ্টের পরবর্তীতে অভিযোগ না উঠলে ও বিগত দিনে তার বিরুদ্ধে অভিযোগ উঠা সংস্কারপন্থী সেই সিল আবারো গর্জে উঠছে। সব মিলিয়ে আগামী নির্বাচনের পূবেই আড়াইহাজার ব্যাপক সমালোচনায় জর্জড়িত হয়ে উঠেছে, যাকে ঘিরে ক্লিন ইমেজের অভাবে ভূগছে সাংসদটি। কিন্তু বর্তমানে বিতর্কে থাকা এই নজরুল ইসলাম আজাদ ও মাহমুদুর রহমান সুমনের বাহিরে ও এই আড়াইহাজারে নেই কোন শক্তিশালী বলয়।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯