
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ইতিমধ্যে আওয়ামীলীগের অনেক সন্ত্রাসী বোল পাল্টে বিএনপিতে আ¤্রয় নিয়েছে। বিএনপির কিছু বির্তকিত নেতাদের অর্থের বিনিময়ে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপিতে নাম লেখিয়েছে। এসকল আওয়ামী ক্যাডাররা এবার বিএনপি নেতাদের ছত্রছায়ায় গিয়ে নতুন করে আর্বিভুত হচ্ছে। তারা বিএনপির ক্যাডারে রূপ নিচ্ছে। ইতিমধ্যে অয়ন ওসমানের ও আজমেরী ওসমানের ক্যাডাররা বিএনপি নেতাদের ফুল দিয়ে তার দলে ভীড়ছেন। আর এতে করে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে, আওয়ামীলীগের আমলে যারা ক্যাডার হিসাবে শহরকে তছনছ করে রাখতেন তারা এবার জাকির খানের দলে ভীড়ে নতুন করে সেই ক্যাডাররা সক্রিয় হতে শুরু করেছে। আজমেরী ওসমান ও অয়ন ওসমানের ঘনিষ্ট ক্যাডাররা এবার বিভিন্ন ভাবে বিএনপিতে অনুপ্রবেশ করার পায়তারা করছে। আর এ নিয়ে শহরে ও ব্যবসায়ী মহলে বাড়ছে আতঙ্ক। এদিকে নারায়ণগঞ্জের আলোচিত বিএনপি নেতা জাকির খানের দেওভোগের বাসায় দেখা গেছে আওয়ামী লীগের কয়েকজন দুর্ধষ ক্যাডারকে। গত বছরের ৫ আগস্টের পর তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এদের অত্যাচারে অতিষ্ঠ ছিল মানুষ। খুন, চাঁদাবাজী, দখলবাজী সহ প্রচুর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দুর্ধষ প্রকৃতির এসব সন্ত্রাসীদের বিএনপি নেতাদের সঙ্গে দেখা দেওয়াতে দেখা দিয়েছে নানা প্রশ্ন। আওয়ামী দোসররা অভিনব কায়দায় বিএনপিতে অনুপ্রবেশ করে তারা বর্তমানে বিএনপির নাম ভাঙ্গিয়ে শহরের অঘোষিত নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। যা নিয়ে শহরে তোলপাড় শুরু হয়। বিএনপির বিপক্ষে এখন রাজপথে সোচ্চার বিভিন্ন ইসলামী দলগুলি। ইসলামী দলগুলির দাবি বিএনপির চরিত্র পালটায়নি। তারাও আওয়ামীলীগের মত দলবাজি ও দখবাজি করে যাচ্ছে। গত বছরের ৫ আগষ্টে সৈবরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে একদল স্বার্থবাদী হাট-মাঠ-ঘাট দখল করে দেশে একরকম ত্রাসের রাজত্বে পরিনত করেছে। যার খেসারত বিএনপি আজ পদে পদে দিচ্ছে। আগের চেয়ে বিএনপির ইমেজ অনেকটা কমেছে। আর এরজন্য দায়ি কিছু বিএনপির সুবিধাবাদী নেতা। যারা আওয়ামী দোসরদের আশ্রয় প্রশ্র্রয় দিয়ে দলে ভিড়াচ্ছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। কেন্দ্রীয় বিএনপি বারবার বলে যাচ্ছে দলে যাতে কোর অনুপ্রবেশকারী স্থান নিতে না পরে। কে শুনে কার কথা? নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী দোসররা বিএনপিতে অনুপ্রবেশ করেছে। যারা এখন বিএনপির বদনাম করে যাচ্ছে। আর এ কারণে বিএনপি সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে। আওয়ামী দোসররা যেভাবে বিএনপিতে অনুপ্রবেশ করেছে তাতে বিএনপির জন্য অশনি সংকেত হিসাবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। কারণ সন্ত্রাসীদের কোন দল হয় না। তারা যখন যে দলের প্রভাব থাকে তখন তারা বোল পাল্টে সে দলে যোগ দিয়ে তাদের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক করলেও কতিপয় বিএনপি নেতারা তা কর্ণপাত করছে না। তারা দলের জন্য নিজের জন্য কাজ করছে। তাই বিএনপির বদনাম তাদের জন্য হচ্ছে বলে বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা মনে করেন। এ জন্য বিএনপিতে শুদ্ধি অভিযান জরুরী বলে মনে করেন তারা।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯