
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশিষ্ট সমাজ সেবক মাসুদুজ্জামান মাসুদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও মডেল ডি ক্যাপিটেলের কর্নধার মাসুদুজ্জামান মাসুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আসছি সেবা করতে, ব্যবসা করার জন্য আসিনি। কেউ কেউ পদ চান ব্যবসা করতে, নিজের স্বার্থে ব্যবহার করতে। আমরা সেটা চাই না। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে মনোনয়ন দিবে তবে আমি সবসময় নারায়ণগঞ্জের প্রান্তিক জনগণের পাশে আছি। আমি যখন বলি মেড ইন নারায়ণগঞ্জ তখন মানুষের গাঁ জ্বলে। কেনো ভাই ? আরে ভাই চেয়ারের জন্য যোগ্যতা লাগে, আন্দাজে বললে হবেনা। পারলে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে পাশ করে দেখান। মেম্বার অব পার্লামেন্ট কি বোঝেন, যদি বোঝাতে পারেন তাহলে আমি পিছনে চলে যাবো। নাগরিক সেবায় আপনাদের অবদান কি। আমি নতুন করে বিএনপিতে যোগদান করেছি কেনো কারন দীর্ঘদিন আমি রাজনীতির বাইরে ছিলাম। ঐ সময় যাদের জন্মও হয় নি তারাও প্রশ্ন করে কারন তারাতো ইতিহাস জানেনা। কিন্তু যারা জানে তারাও অস্বীকার করে। কারন ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থ না। আরে ভাই চেয়ারের জন্য যোগ্যতা লাগে, আন্দাজে বললে হবেনা। পারলে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে পাশ করে দেখান। মেম্বার অব পার্লামেন্ট কি বোঝেন, যদি বোঝাতে পারেন তাহলে আমি পিছনে চলে যাবো। তিনি আরও বলেন, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। কেউ আবার কেন্দ্রীয় কার্যালয়কে চাইনিজ রেষ্টুরেন্ট বানাতে চায়। এরাই আবার আগামীতে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিবে। অবশ্যই আপনাদেরকে সংযত হতে হবে, দলের বিরুদ্ধে কথা বলবেন না। চাইলেই আপনারা আমাকে মিশিয়ে দিতে পারবেন না। যদি আপনাদের যোগ্যতা থাকে আপনারা থাকবেন। আমাদের এই শহরকে আমরাই পৌছে দিবো। এসময় মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধকে নানাভাবে বিকৃত করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে অতীতে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। অনেকে বলে ৩৬ জুলাই, ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে, আমি বলবো না দেশ একবারই স্বাধীন হয়েছে যেটা আপনারা করেছেন। যার নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান সহ অন্যান্যরা। যারা মুক্তিযুদ্ধকে বিকৃত করকে চায় আপনাদের পাশে থেকে তাদের বিরুদ্ধে কঠিন থেক কঠিন হবো। দেশের মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। সভাপতি মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, বিগত দিনে আমাদের মুখ বন্ধ ছিলো, কোন কথা বলতে পারিনি। এখানে তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাদের জন্য আমরা কোন কথা বলতে পারিনি। সদর-বন্দরে আমরা যারা বসবাস করি তারা সবাই চাই এলাকার লোক নির্বাচনে অংশগ্রহণ করবে। এলাকার লোক হিসেবে মাসুদ ছাড়া আর কে আছে। সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। সদর ও বন্দরে আমরা যারা আছি যদি মাসুদকে মনোনয়ন দেয় তাহলে সবাই মিলে মাসুদকে পাশ করিয়ে নিয়ে আসবো। এসময় আরো উপস্থিত ছিলেন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জসিমউদ্দীন, সদর উপজেলা কমান্ডের নূর হোসেন মোল্লা, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, নুর ইসলাম সরদার, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক প্রমুখ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯