
ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল ১১টায় ২নং রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু ম্যুারালে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, ২৭টি ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কার্যকরি সদস্যবৃন্দরা। অপরদিকে দুপুর ১টায় মমতাজিয়া মাদ্রাসায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর কাদির। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য ও নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের সাংষ্কৃতিক সম্পাদক নুর হোসেন, মহিলা সম্পাদিকা মরিয়ম আক্তার কল্পনা, জাহাঙ্গীর আলম উজ্জল বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের মানুষকে ভালবাসতে শিখিয়েছে। এই দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা জন্য নিজের জীবন বাজী রেখে ছিলেন। তার ভিতরের আধ্যাতিক শক্তি ছিলো। ১৯৭৫ সাল ১৫ আগষ্ট কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব, স্ত্রী শেখ মুজিব, ছোট শিশু শেখ রাসেল সহ ও তার পরিবারকে হত্যা করে ছিলো হানাদার বাহিনী। বঙ্গবন্ধু একজন মহানায়ক। তার নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি। সেই রাতে ওরা শেখ মুজিবকে গুলি করে হত্যা করে ছিলো কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। এই বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু স্মৃতি ও শ্রদ্ধাভরে স্মরণে। মানুষ আসলে মারা যায়, কিন্তু তার কর্মে মাধ্যমে পৃথিবীতে বেচেঁ থাকে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯