আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৬:৫৪

ডাকাতির মালাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ১৮ আগস্ট, ২০২২ | ৮:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে মসজিদের ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ আরও কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ ঘন্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান।  গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালীর শেয়াকাঠির মান্নাফের ছেলে কামাল (৪০), শরীয়তপুরের ডামুড্যার মৃত ফজলে করিম ব্যাপারীর ছেলে হারুন বেপারীকে (৪৫), গাজীপুরের টঙ্গীর সিদ্দিকুর রহমানের ছেলে সাইদুর রহমান মানিক (৩৫) ও পুবাইলের আহদান উল্লাহ সরকারের ছেলে রোমাজ্জল হোসেন জামাল (৩৭)। এ সময় ডাকাত দলের কাছ থেকে লুন্ঠিত ৯ টন রড উদ্ধারসহ ২টি ধারালো চাকু, ১টি কাটার, রশিসহ ডাকাতদের ব্যবহৃত ১টি ৫ টনি বেডফোর্ড ট্রাক যাহার (ঢাকা মেট্রো-ট-০৬-০২৭৭) উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কামাল ও হারুন বেপারীকে সিদ্ধিরগঞ্জ ধনকুন্ডা মুসলিম নগর আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করাসহ ৩ টন রড উদ্ধার হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৬ আগস্ট বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত আরো ৬ টন রড উদ্ধার করা হয়। একইসাথে ডাকাতির রড ক্রয় বিক্রয়ের সাথে জড়িত সাইদুর রহমান মানিক (৩৫) ও রোমাজ্জল হোসেন জামাল (৩৭) কে গাজিপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানাসহ গাজীপুর, ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় একই কায়দায় ডাকাতি সংঘটন করে আসছে। পুলিশ আরও জানায়, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এদিকে মসজিদের রড লুন্ঠনে গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন মসজিদ কমিটির সদস্য মো. আইয়ুব আলী সরদার। মামলার সূত্র ধরেই লুণ্ঠিত রড উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের আইনগত পক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা