আজ বুধবার | ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ৮ জিলকদ ১৪৪৬ | রাত ১২:০৫

টাইগার গ্রুপের ৬ ডাকাত গ্রেফতার

ডান্ডিবার্তা | ১৮ আগস্ট, ২০২২ | ৮:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র‌্যাব-১১’র অভিযানে  কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার ত্রাস দুর্র্ধর্ষ কিশোরগ্যাং “টাইগার গ্রুপ”র ৬’সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার। গতকাল বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া অফিসার সহকারি পরিচালক মো: রিজওয়ান সাঈদ জিকু। তার আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ধৃতদের গ্রেফতার করা হয়। গতকাল বুধবার ধৃতদের বিরুদ্ধের র‌্যাব বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে। ধৃতরা হলো- সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার রহিমের ছেলে বাবু, মৃত কেনু মিয়ার ছেলে রাসেল, ওলির ছেলে ইব্রাহীম, সেনপাড়ার জুয়েলের ছেলে আশিক, চাঁদপুর জেলার কচুয়া থানার গোতপুর গ্রামের বাদশার ছেলে মেহেদী হাসান ও রূপগঞ্জের দক্ষিণ রূপসীর ইয়াছিনের ছেলে রাকিব। এদের সবার বয়স ১৯’থেকে ২২’বছরের মধ্যে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি স্টীলের চাকু। র‌্যাব আরো জানায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোরগ্যাং এর সক্রিয় সদস্য। তারা রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। গতকাল বুধবার ধৃতদের বিরুদ্ধের র‌্যাব বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা