আজ বুধবার | ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ৮ জিলকদ ১৪৪৬ | রাত ৪:২৯

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ২৬নং ওয়ার্ড আ’লীগের দোয়া

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নাসিক ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ও ২৬নং ওয়ার্ড বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মনির আহম্মেদের সার্বিক আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে অত্র ওয়ার্ডের কুটিরবন এলাকায় দোয়া মাহফিল ও গণভোজ সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, প্রচার সম্পাদক এডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, বন্দর থানা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব আবেদ হোসেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী নাসির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এস আই জুয়েল, বন্দর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, মহানগর যুব মহিলা লীগের আহবায়ক নুরুন্নাহার সন্ধ্যা, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস ছোবহান মেম্বার, ২৬নং ওয়ার্ড বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব আক্তার মাহামুদ, ২৭নং ওয়ার্ড বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট মামুন সিরাজুল মজিদ, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সোলায়মান, হোসেন মিয়া, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াসিম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী হোসেন ও বিল্লাল হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা