আজ বুধবার | ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ৮ জিলকদ ১৪৪৬ | ভোর ৫:১৬

বন্দরে ইন্সটিটিউট অব মেরিন শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২২ | ১২:৩৪ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষন ব্যুরোর অধীনস্থ দেশের ৬টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের উদ্যোগে ৩ দফা দাবি আদায়ের লক্ষে শান্তিপূর্ন অবস্থান ধর্মঘট পালনসহ স্মারক লিপি প্রদান করেছে। গত বুধবার বেলা ১১টায় ঢাকা নিউ ইস্কাটনস্থ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর নিকট তারা এ স্মারক লিপি প্রদান করেন। শান্তিপূর্ন অবস্থান ধর্মঘট পালন কালে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের সভাপতি তাসারফ হোসেন খান বলেন, গত ২০১০ সাল থেকে ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলোজি পাশ করা শিক্ষার্থীদের সিডিসি পদান করেছে না নৌ পরিবহন অধিদপ্তর। বাংলাদেশের প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক বিধিমালা তৈরি করে এ সকল ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়াদের জাহাজে যোগদানের বাধা তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন আমাদের যৌক্তিক তিন দফা দাবি গুলো হলো ২০১০ সালে হতে অদ্যবধি ও অবিষ্যতে আইএমটি সমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়াদের বিনা শর্তে সরাসরি  ঊহমরহব ঈধফবঃ ঈউঈ  প্রদান। গবৎপযধহঃ ঝযরঢ়- এ ১২ মাস সী-নার্ভিস সম্পন্ন করার পরে ঈড়ঈ ঈষধংং-৩ পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ প্রদান।  গত ৯ জুন ঘঝউঅ- তে গৃহীত আই এম টির প্রশিক্ষনার্থীদের ঈউঈ প্রদানের ক্ষেত্রে কারিগরি কমিটির সুপারিশ বাতিল। শান্তিপূর্ন অবস্থান ধর্মঘট পালন কালে ওই সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজমুল হাসান (লিমন) নাজমুল হক, রফিকুল ইসলাম,আব্দুল হাকিম,সাদেকুল ইসলাম, আশিকুর রহমান, রতন, সাদেক, রিপন, অমিত, হারুন, মেহেদী, আবু বক্কর সিদ্দিক, রিয়াতুল ইসলাম, মাসুম পারভেজ, শান্ত, উজ্জল, পিয়াস,ইমরান, ধনপতি, আজম, জাহিদও তালহাসহ সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীবৃন্দ। তিন দফা দাবি বাস্তবায়সেনরর জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জরুরী হস্তক্ষেপ কামনা করেন মেরিন শিক্ষার্থীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা