আজ বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১ জিলহজ ১৪৪৬ | রাত ৮:৫৯

মহানগর বিএনপি নেতারা কর্মসূচি পালনে অনিহা

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২২ | ৯:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপির সকল কেন্দ্রীয় কর্মসূচী পালিত হলেও সম্প্রতি ওয়ার্ড পর্যায়ের কর্মসূচীকে বোঝা মনে করছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে। জানা যায়, আগাশী ২২ আগস্ট থেকে নারায়গঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করেছে কেন্দ্র। সেই কর্মসূচী পালনে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের সমন্বয় করে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। কেন্দ্রীয় সুত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কর্মসূচী পর্যবেক্ষন ও বাস্তবায়নে কমিটির টিম লিডার করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে। এতে প্রধান সমন্বয়কারী হলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে সভা করবে কেন্দ্র। সেখানে কিভাবে কর্মসূচী পালিত হবে এবং এতে কারা কারা উপস্থিত থাকবেন সেটি নিয়ে আলোচনা হবে। এদিকে এসব কর্মসূচীতে তেমন গুরুত্ব দিচ্ছেনা মহানগর বিএনপির নেতাকর্মীরা। তাদের মতে, সংগঠনের সভাপতি আবুল কালাম অসুস্থ, সাধারণ সম্পাদক নেই যিনি ভারপ্রাপ্ত সম্পাদক আছেন তিনিও অসুস্থ। এমন অবস্থায় সংগঠনের কর্মসূচী সফল করতে অনেক কষ্ট হয়ে যায় নেতাদের।, এ ক্ষেত্রে দ্রুত নতুন কমিটি আসলে সেখানে দলে গতি ফিরতো কর্মসূচীতে আগ্রহী হতো দলের নেতাকর্মীরা। জানা যায়, মহানগর বিএনপির অধীনে রয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ড, বন্দর থানার ৫টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ড ও সদর উপজেলার ২টি ইউনিয়নের ১৮টি ওয়ার্ড। নতুন কমিটি না আসায় এবং পুরাতরা নিস্ক্রিয় হয়ে যাওয়ায় এসব ওয়ার্ডে কর্মসূচী পালনে অনাগ্রহী দেখা গেছে নেতাদের। নেতারা জানান, এখন দলে হাল ধরার মত শক্তিশালী কাউকে প্রয়োজন। বিগত দিনে যারা কর্মসূচী সফল করেছে তাদের থেকে নেতৃত্ব আনতে হবে তাহলে দলে গতি ফিরবে। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন, কর্মসূচী পালন হবে আলোচনা সাপেক্ষে। দেখা যাক কেন্দ্র কি বলে। প্রতিটি ইউনিয়নে একটি ও নাসিকের ১৭ টি ওয়ার্ডে একটি করে কর্মসূচী পালিত হতে পারে। দলীয় কেন্দ্রীয় সভা শেষে এ ব্যাপারে বলতে পারবো। এটি নিয়ে মহানগর পর্যায়ে আপাতত কোন বৈঠক নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা