
ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘদিন পর নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠে মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। গত কয়েকদিন ধরে পৃথক ইস্যুতে আওয়ামীলীগ ও বিএনপি সভা-সমাবেশের মাধ্যমে মাঠে সক্রীয় রয়েছে। এরই মধ্যে আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরে সমাবেশের ডাক দিয়েছেন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান এমপি। এবং একইদিন শীতলক্ষ্যার পূর্বপাড়ে বন্দরে সমাবেশের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সমাবেশ ঘিরে দুই শিবিরেই নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ করা যাচ্ছে। তবে পাল্টা পাল্টি বক্তৃতা-বিবৃতিতে চাপা উত্তেজনাও রয়েছে উভয় শিবিরে। এদিকে শামীম ওসমানের সমাবেশ ঘিরে ১৫ আগস্ট থেকে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও বন্দরে আওয়ামীলীগের কর্মী সমাবেশ এবং বিভিন্ন এলাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবং হচ্ছে। অন্যদিকে বিএনপি একাধিক সভা, সমাবেশ করে প্রস্তুতি চুড়ান্ত করছে বন্দরের সমাবেশ সফল করার জন্য। দলীয় সূত্রমতে, পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। রাজনীতিতে বিএনপি দীর্ঘদিন প্রায় নিষ্ক্রিয় হয়ে থাকলেও আওয়ামী লীগের কাছে এখনো বিএনপিই তাদের মূল প্রতিপক্ষ।তাই ভেতরে-বাইরে, সভা-সমাবেশে বিএনপির সমালোচনায় মুখর থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কেন্দ্র ঘোষিত বিএনপির চলমান কর্মসূচির পালন করছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। আর এসকল কর্মসূচি দিয়ে বিএনপি যাতে করে নারায়ণগঞ্জে কোনো অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তৎপর রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এসব কর্মসূচি রাজনৈতিকভাবে প্রতিহত করার পাল্টা হঁশিয়ারি দিয়ে বিভিন্ন সভা- সমাবেশে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও বিএনপি এখন মুখোমুখি হচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। এদিকে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ছাত্রদলনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে নারায়ণগঞ্জ বিএনপি। প্রতিদিন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে থানা ও পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষের কাছে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতেই এসকল কর্মসূচি পালন করছে বিএনপি। অন্যদিকে বিএনপির চলমান কর্মসূচি পালন করতে গিয়ে নতুন করে আবারও যেনো বিএনপি কোনো অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তাঁরা প্রতিদিন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের এলাকায় জামায়াত- বিএনপি’র অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্লোগান দিয়ে সভা- সমাবেশ করছে। এসকল সভা- সমাবেশে জামায়াত- বিএনপি’র অপশক্তিকে প্রতিহত করার ঘোষণা দেয়া হচ্ছে। সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট থেকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমান বন্দর ও সিদ্ধিরগঞ্জ কর্মীসভা করেছে। শামীম ওসমানের প্রতিটি কর্মসূচিতে থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে সভা করেছে। আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের দুই রেল গেইটে সমাবেশ সফল করতে এসকল কর্মী সভা করা হচ্ছে। শামীম ওসমান ঘোষণা দিয়েছেন দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার তার সমাবেশ। ফলে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। সূত্রে আরও জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আগামীকাল বৃহস্পতিবার বন্দরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বিএনপি’র চলমান কর্মসূচির অংশ হিসাবে বন্দর থানা বিএনপির উদ্যোগে ওই সমাবেশের ঘোষনা দেয়া হয়েছে। প্রতিবাদী সভা সমাবেশগুলোতে বিএনপির বিপুল পরিমান নেতাকর্মীদের উপস্থিতি মাঠ পর্যায়ের কর্মীদের উজ্জীবিত করে তুলেছে। ফলে ধারনা করা হচ্ছে বন্দরের প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে মহানগর বিএনপির নেতারা। সবমিলিয়ে আগামীকাল বৃহস্পতিবার শীতলক্ষ্যার পশ্চিমপাড়ে আওয়ামীলীগ এবং পূর্বপাড়ে বিএনপির সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা নানা ডালপালা মেলছে। তবে শেষ পর্যন্ত রাজপথে ক্ষমতাসীন আওয়ামীলীগের মোকাবেলায় বিএনপির কতটা তৎপরতা থাকে তা দেখার অপেক্ষায় নারায়ণগঞ্জের রাজনৈতিক বোদ্ধারা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯