আজ সোমবার | ৪ আগস্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ৯ সফর ১৪৪৭ | বিকাল ৪:২১

রোনালদোকে পেছনে ফেলে নতুন রেকর্ড মেসির

ডান্ডিবার্তা | ০৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০৬ পূর্বাহ্ণ

রেকর্ড আর লিওনেল মেসি যেন একে অপরের সমার্থক শব্দ। মেসি মাঠে নামলেই যেন তার পায়ে এসে লুটোপুটি খায় ফুটবলের অজস্র রেকর্ড। ক্লাব ক্যারিয়ারের এমন কোনো শিরোপা নেই যেটা জেতেনি মেসি, আর্জেন্টিনার জার্সিতেও কাতারের মাটিতে ২০২২ সালে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারজোড়া আক্ষেপ পূরণ করেছেন ক্ষুদে জাদুকর। বিশ্বকাপের পর ক্লাবে ফিরেও দুর্দান্ত ফর্মে রয়েছে এলএম টেন। 

পিএসজির হয়ে গতকাল রাতেও খেলতে নেমে নতুন এক রেকর্ড করেছে মেসি। পিএসজির জার্সি গায়ে গতকাল এক গোল করে মেসি ভেঙেছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড।

পিএসজির হয়ে গতরাতে নিজের ক্যারিয়ারের ১০০৭তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি।  এই ম্যাচে গোল করে চলতি মৌসুমে পিএসজির হয়ে ৯ম গোল করলেন ক্ষুদে জাদুকর। যে গোলটি ছিলো ক্লাব ক্যারিয়ারে মেসির ৬৯৭তম গোল।।৬৯৬ গোল নিয়ে এতোদিন ক্লাব ফুটবলে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে ছিলেন রোনালদো। কাল গোল করে রোনালদোকে টপকে সপবার উপরে উঠে গেলেন মেসি। এখন দেখার বিষয় ক্যারিয়ার শেষ করা পর্যন্ত এই সংখ্যাকে কতদূর নিয়ে যান আর্জেন্টিনার এই মহাতারকা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা