আজ সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ১৮ মহর্‌রম ১৪৪৭ | দুপুর ১২:৩৪

কমিটি হারানোর আতংকে সাখাওয়াত-টিপু

ডান্ডিবার্তা | ০৩ মার্চ, ২০২৩ | ১০:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে বিদ্রোহীদের পাল্টা কমিটি ঘোষণার গুঞ্জনে সাখাওয়াত-টিপু শিবিরে আতংক বিরাজ করছে। কমিটি গঠনের পরপরই নেতৃত্ব নিয়ে অসন্তোষ দেখা দেয়। কমিটি ঘোষণার পাঁচ দিনের মাথায় কমিটি থেকে ১৫ নেতা পদত্যাগ করেন। মহানগর বিএনপির বর্তমান কমিটি থেকে বেরিয়ে এসে কমিটির বঞ্চিতদের নিয়ে একের পর এক শোডাউন করে আসছিলেন বিদ্রোহী নেতাকর্মীরা। কমিটি ঘোষণার পর থেকেই দলীয় সকল কর্মসূচিতে ছিল বিদ্রোহী গ্রুপের ব্যাপক অংশগ্রহণ। অন্যদিকে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে বারবার দলীয় কর্মসূচি পালনে কর্মীদের সংগঠিত করতে হিমশিম খেতে দেখা গেছে। কখনও অঙ্গ সংগঠন আবার কখনও জেলার নেতাদের নিয়ে কর্মসূচিতে লোকসমাগম ঘটানোর চেষ্টা করতে দেখা গেছে নেতাদের। দীর্ঘদিন যাবৎ চাপের মুখে টিকে থকার পর বিএনপির বিদ্রোহী নেতাকর্মীদের পাল্টা কমিটি ঘোষণা করার খবরে এখন মহানগর বিএনপিতে অস্থিরতা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্রোহীদের পাল্টা কমিটি গঠিত হলে মহানগর বিএনপিতে পদত্যাগকারী নেতাদের তালিকা আরও লম্বা হতে পারে। দলটির কেন্দ্রীয় সূত্র জানায়, মহানগর বিএনপিতে দীর্ঘদিন যাবৎ শক্তিশালী অবস্থানে থাকা নেতাদের পাশাপাশি কমিটি থেকে পদত্যাগ করা নেতাদের ঐক্য কেন্দ্রের নজর কেড়েছে। বর্তমান কমিটির নেতাদের ব্যর্থতার পাশাপাশি রাজপথে বিদ্রোহীদের সামর্থ্য এবং সাফল্য বিবেচনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃত্বে বিদ্রোহীদেরই এগিয়ে রাখছেন তারা। দলীয় সূত্র জানায়, কমিটি ঘোষণার পর থেকেই দলের নেতাদের কর্মকান্ড এতদিন নীরবে পর্যবেক্ষণ করেছে কেন্দ্র। বর্তমান কমিটির নেতাদের বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগ অনুসন্ধান শেষে ইতোমধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট প্রদান করা হয়েছে। এর আগে ১৮ সেপ্টেম্বর জেলা ওলামা দলের সভাপতি মুন্সী শামসুর রহমান বেনু ও নিহত যুবদল নেতা শাওনের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে পদত্যাগের ঘোষণা দেন মহানগর বিএনপির নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ১৫। এ ছাড়াও তারা কমিটি থেকে বাদ পড়া মহানগর যুবদলের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সাথে যুক্ত হন এবং একত্রে কর্মসূচী শুরু করেন। পরে পদত্যাগ পত্রও জমা দেন তারা। পদত্যাগকারী নেতারা হলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সর্বশেষ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দিন, আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশা, সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম মিঠু, মনোয়ার হোসেন শোখন, ফারুক হোসেন, হাজী ফারুক হোসেন, হান্নান সরকার, আওলাদ হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু। এ ছাড়াও কমিটির আরও কয়েকজন নেতা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আরেক যুগ্ম আহবায়ক এম এইচ মামুন সম্প্রতি ফুল দিয়ে বিদ্রোহীদের বলয়ে যুক্ত হয়েছেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র। কমিটি ঘোষণার পরেই শুরু হয় বিদ্রোহ। অভিযোগ উঠেছে, কমিটিতে বাদ দেওয়া হয়েছে রাজপথের নেতাদের ও বিএনপির প্রভাবশালী জনপ্রতিনিধিদের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা