আজ সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ১৮ মহর্‌রম ১৪৪৭ | দুপুর ১২:৩৬

দলীয় বিরোধে কোনঠাসা আ’লীগ!

ডান্ডিবার্তা | ০৩ মার্চ, ২০২৩ | ১০:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামীলীগ। সরকার ক্ষমতায় থাকার পরও দ্বন্ধের মাত্রা বেড়েই চলেছে আওয়ামীলীগের রাজনীতিতে। যার ফলে কর্মীরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করলেও দলের নেতাদের অনুগামী হয়ে পড়ায় তারাও এখন বিভক্ত হয়ে পড়ছেন। দলীয় কর্মসূচি পালন থেকে কমিটি গঠনেরও চলছে দ্বিধাদ্বন্দ্ব। নারায়ণগঞ্জ আওয়ামীলীগে একসময় ঐক্যের রাজনীতি চললেও বর্তমানে চলছে বিভক্তি ও কোন্দলের রাজনীতি। এদিকে প্রায় দেড় যুগেরও বেশী সময় ধরে ক্ষমতায় বাইরে থাকা বিএনপির নেতাদের মধ্যে ঐক্যের সুর লক্ষ্যে করা যাচ্ছে। অতীতের সকল রাগ অভিমান ভুলে নারায়ণগঞ্জ বিএনপি নেতারা অবশেষে এক কাতারে সামিল হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গুলো জেলা ও মহানগর বিএনপির নেতারা নিজেদের মধ্যে কোন্দল ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে পালন করছে। আর বিগত সময়ে নারায়ণগঞ্জ বিএনপি কয়েকটি ভাগে বিভক্ত হলেও বর্তমান ঐক্যবদ্ধ এমনটাই জানাগেছে। আওয়ামীলীগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে প্রভাবশালী দুই পরিবারের উত্তরসূরীরাই বারবার নেতৃত্ব দিয়ে আসছে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঘিরেই চলছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কার্যক্রম। পাশাপাশি তাঁদের নিজ নিজ বলয়ের নেতাকর্মীরা দখল করে আছে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ-পদবী ক্ষমতাসীন দলটি পরিবার কেন্দ্রিক হয়ে পড়ায় এবং এমপি ও মেয়রের মধ্যে বিরোধ ঘিরে সংগঠনের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ-হতাশা বিরাজ করছে। তবে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিকে এ দুই পরিবারের বন্দিদশা থেকে মুক্ত করতে চায় পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাকর্মীরা। দুই পরিবারের কাঁদা ছোড়াছুড়িতে দল এবং কর্মীরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের নিজেদের মধ্যে কোন্দল ও বিভেদের কারনেই জেলা আওয়ামীলীগে চলছে বিভাজন আর ময়াদত্তীর্ন অবস্থাতেই চলছে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক কার্য্যক্রম। এর পাশাপাশি অঙ্গসংগঠনের কমিটি গঠন নিয়ে চলছে নানা জটিলতা। সাংসদ শামীম ওসমান নিজেই এক বলয়। রয়েছে তার বিশাল কর্মী বাহিনী। তবে মেয়র আইভীর বলয়ে যোগ হয়েছে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও সাংসদ নজরুল ইসলাম বাবু। এছাড়াও আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু এবং কেন্দ্রীয় শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশও রয়েছে।অপরদিকে বিএনপি সূত্রে জানা যায়, অন্তঃকোন্দল আর অসংখ্য ভাগে বিভক্ত হয়ে পড়া নারায়ণগঞ্জ বিএনপি অবশেষে ঐক্যবদ্ধ। জেলা কমিটি ভেঙ্গে দেয়ার পর নতুন আহবায়ক কমিটি গঠনের পর থেকে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করায় তাদের মাঝে দ্বন্দ্ব-বিভেদ ও হতাশার সৃষ্টি হয়েছি তা কেটে গেছে। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব তার কর্মী বাহিনী নিয়ে প্রতিটি কর্মসূচিতে দেখা যাচ্ছে। দীর্ঘ প্রায় এক যুগ পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গিয়াাউদ্দীন এবং সদস্য সচিব খোকনের নেতৃত্বে নারায়নগঞ্জ বিএনপিতে শৃঙ্খলা ফিরে এসেছে। ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি তাদের অস্তিত্বের জাগান দিচ্ছে। আহবায়ক কমিটির গঠনেট পর থেকে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা নেতাকর্মীরা তাদের দলীয় পরিচয় পেয়েছে। মামলা হামলায় নির্যাতিত ত্যাগী নেতারা দলীয় পরিচয় পদপদবি পেয়ে প্রতিটি কর্মসূচিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমান সময়ে আগের চেয়েও এখন বেশি শক্তিশালী জেলা বিএনপি। চলমান আন্দোলন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাশাপাশি ঢাকার প্রতিটি কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই নেতারা দুই ভাগে বিভক্ত হয়েছি সাবেক সভাপতি এড. আবুল কালাম নেতৃত্বে থাকে একটি পক্ষ এবং বর্তমান আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান আলাদা বলয় গড়ে পৃথক পৃথক কর্মসূচী পালন করেন। কেন্দ্রের হাইকমান্ডের নির্দেশে অভিমান ভুলে এড. সাখাওয়াত হোসেন খান নিজ বলয়ের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ মহানগর বিএনপির ব্যানারে কর্মসূচি পালন করছে। এড. সাখাওয়াত হোসেন খান কেন্দ্রীয় কর্মসূচীগুলোতে বিএনপির সমাবেশেও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন। তারপর খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এড. আবুল কালামের অফিসে এড. সাখাওয়াত হোসেন খান। অবশেষে মহানগর বিএনপিতেও ঐক্যের সুর। বিএনপির চলমান আন্দোলনকে আরো বেগবান ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপি এক কাতারে। তাছাড়া দীর্ঘদিন যাবৎ মহানগর বিএনপির কমিটির কার্যক্রম আটকে আছে মামলার গেড়াকলে। আর নারায়ণগঞ্জ জেলা বিএনপি বর্তমান আহ্বায়ক কমিটি এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জের মাটিতে তাদের দলীয় কর্মসূচী পালনে অস্তিত্বের জাগান দিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে চলমান বিভেদের কারণে রাজনীতির সুতিকাগার এ নারায়ণগঞ্জের রাজনৈতিক অবস্থা অনেকটা সঙ্কটাপন্ন। এক কথায় বলতে গেলে, গেলো বেশ কয়েক বছরের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করে কোন্দল ও বিভক্তই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। আর বিভক্তি ও কোন্দল থেকে বের হয়ে ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ বিএনপি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা