আজ সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ১৮ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:১৩

না’গঞ্জে বেকায়দায় বামদল!

ডান্ডিবার্তা | ০৫ মার্চ, ২০২৩ | ৯:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনীতিতে বিভিন্ন দলের নেতৃবৃন্দ। নির্বাচনকে টার্গেট করে ইতিমধ্যে নারায়ণগঞ্জের রাজপথে বিভিন্ন কর্মসূচী নিয়ে মাঠের রাজনীতিতে রয়েছে। বিভিন্ন রাজণৈতিক দলের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের রাজপথে নির্বাচনকেন্দ্রীক প্রস্তুতি নিয়ে মাঠে নামলেও বেকায়দায় রয়েছে বামপন্থী দলগুলো। তখন অস্তিত্বের সংকটে পড়েছে বামসহ ছোট রাজনৈতিক দলগুলো। তারা না পারছে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হতে, না পারছে বিএনপির মত সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে সমর্থন দিতে। আর এ কারণে সংকটে পড়ছে দেশের বাম গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনগুলো। দেড় দশক সময় ধরে বাম রাজনৈতিক দলগুলো বাম গণতান্ত্রিক মোর্চা নামে একটি জোটের মাধ্যমে আন্দোলন করার চেষ্টা করছে। কিন্তু এই আন্দোলনে তারা একদিকে যেমন জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না, জনসমর্থন পাচ্ছে না, অন্যদিকে নিজেরাও বিকশিত হতে পারছে না। এতে তৈরি হচ্ছে উপদল, তৈরি হচ্ছে উপদলীয় কোন্দল। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক বিজয়ের পর অনেকেই মনে করেছিল এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিকশিত হওয়ার সুযোগ পাবে। বিশেষত যুদ্ধাপরাধের বিচার যখন শুরু হয় তখন বাম দলগুলোর সামনে একটি বড় সুযোগ সামনে এসেছিল। এই বাম দলগুলো জনগনের সঠিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছে। কিন্তু আওয়ামী লীগে ও বিএনপির বিভিন্ন প্রভাবশালী নেতার প্রভাব দেখে ও তাদের অর্থ সম্পদের লোভে অনেকে ছুটে যাচ্ছে বিভিন্ন দলের পিছু। এর কারণে কিন্তু নানা রকম বিভ্রান্তি এবং হঠকারীতার কারণে বাম রাজনীতি চোরাবালিতে আটকে যায়। এখন বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে প্রধান প্রতিদ্বন্ধী দল হল বিএনপি। বিএনপি রাজপথে আন্দোলন করছে। ২২ টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে বিএনপি এখন যুগপৎ আন্দোলনের ঘোষণা দিচ্ছে। এই সংলাপে বাম রাজনৈতিক দলগুলো যোগ দেয়নি। বাম নেতারা বলছেন যে বিএনপি একটি পুঁজিবাদী এবং লুটেরাদের দল। কাজেই তাদের সঙ্গে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া বিএনপির সঙ্গে সাম্প্রদায়িক গোষ্ঠীর সম্পর্কের কথাও জোরেশোরে বলেন বাম নেতারা। কাজেই অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে আদর্শিক কারণে বাম রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে যুগপৎ বা জোটবদ্ধ আন্দোলনে যেতে আগ্রহী হয়নি। অন্যদিকে জাতীয় পার্টির নেতৃত্বেও এখন বাংলাদেশে একটি রাজনৈতিক মেরুকরণ ঘটছে। এই রাজনৈতিক মেরুকরণে জাতীয় পার্টির টিকে থাকার সংগ্রামে বেশ ভালোভাবে নিজেদেরকে জানান দিচ্ছে। বাম রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টির সঙ্গেও ভিড়ছে না। তারা মনে করছে স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া এই অগণতান্ত্রিক রাজনৈতিক দলটিও আরেকটি লুটেরাদের আশ্রয়স্থল। আরেক দিকে আওয়ামী লীগের সঙ্গে আগে থেকেই এক ধরনের দূরত্ব তৈরি করে রেখেছে বাম রাজনৈতিক দলগুলো। যদিও বাম রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনাকে, অসম্প্রদায়িক বাংলাদেশকে। কিন্তু বাম রাজনৈতিক দলগুলোর এটিও মূল্যায়ন করে যে, আওয়ামী লীগ এখন অসাম্প্রদায়িক চেতনার নয় বরং আওয়ামী লীগ এখন লুটেরাদের আখড়ায় পরিণত হয়েছে। এরকম বাস্তবতায় একলা চলার নীতি নিয়ে তারা অগ্রসর হতে থাকে। কিন্তু প্রধান প্রধান রাজনৈতিক জোট এবং মেরুকরণের মাঝে হারিয়ে যাওয়া শুরু করেছে বাম রাজনৈতিক দলগুলো। এখন দেশে রাজনৈতিক উত্তাপ চলছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা তখন বামদের মধ্যে থেকেও কেউ কেউ যুগপৎ আন্দোলনের জন্য ঝাঁপ দিচ্ছে বিএনপির মধ্যে। কয়েকটি বাম রাজনৈতিক দল ক্ষমতার কারণে ক্ষমতাসীন দলের দিকেও ছুটছে ফলে বাম রাজনীতিতে একটি ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে। ভবিষ্যতে এই বাম রাজনীতির নেতকর্মীরা আরো অনেক দলের দিকে ঝুঁকবেন বলে মনে করছেন অনেকেই। এ বিষয়ে বাংলাদেশ ওয়াকার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা বলেন, আমাদের এই বাম রাজনীতিটার ভিতরে অনেক হতাশা বিরাজ করছে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে আমাদের হতাশাটা কেটে যাবে। আর আমরা হতাশ হয়ে যাই এতে আমাদের কর্মীরাও হতাশের দিকে ছুটে আসে। আর আমাদের ওয়াকার্স পার্টির পক্ষ থেকে আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে সৃজনশীলতা প্রয়োগ করতে পারি। তাহলে হতাশা কেটে যাবে আর আমাদের সমাজে যে লক্ষ্য সেদিকে কিছুটা হলেও আমরা ধাবিত হব। আগামীতে হয়তো খেলা। এই খেলার ক্ষেত্রেও একটা শক্তিশালী টিম আমাদের রাখা দরকার। এ বিষয়ে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম বলেন, বর্তমান সময়ে জনগণের সমস্যা নিয়ে বিভিন্ন লড়াই সংগ্রামে বামদের থেকে সক্রীয় বাংলাদেশে বিএনপি ও আওয়ামীলীগও না। এই জন্য বাম বা কমিউনিষ্ট পার্টিগুলো কোনো জায়গায় হুমকির মুখে পরে না। এই বাম জনগণের সকল দাবী নিয়ে লড়াই সংগ্রাম করে। আর আমাদের সংসদে আগে বামের লোক ছিল। পরে ভোটার বিহীন নির্বাচন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমাদের এমপি, মন্ত্রী নাই। বিগত পাকিস্তানের আমলেও এই কমিউনিষ্ট পার্টি পার্লামেন্টে ছিল। ন্যাপের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শহিদ জাবেদ আহম্মেদ বলেন, বাম রাজনীতি কখানো হুমকির সম্মূখীন না। বাম রাজনীতি তার নিজস্ব ধারায় চলে। এখন আমাদের দেশে সমস্ত ক্রাইসেস মুভমেন্টগুলিতে বামরা বেশি সক্রিয়। যারা রাজনীতিক দলগুলো ক্যারি করে তারা বাম দলগুলোকে সমস্যা ফেলতে চায়। যাতে তারা সামাজিকভাবে কাজ না করতে পারে। কিন্তু বাম রাজনীতি পৃথিবীর কোনো জায়গায় হুমকির সম্মূখিন হয় না। এ বিষয়ে ন্যাপ নেতা এড. আওলাদ হোসেন বলেন, বাম রাজনীতিটা হুমকির মুখে না। এটা একটু দূর্বলতা হচ্ছে জনগণের দিকে বিকল্পভাবে বাড়াতে পারছে না। বাম রাজনীতি আদর্শ ভিত্তিক রাজনীতি তারা মানুষের কল্যানের জন্য কাজ করে। সকল আন্দোলন সংগ্রাম করে প্রতিবাদ করে। আর আগের থেকে তাদের প্রতিরোধ করার ক্ষমতাটা কমে গেছে। এ বিষয়ে গণসংহতির নারায়ণগঞ্জের সমন্বয়ক তরিকুল সুজন বলেন, আমরা ইতিমধ্যে এই বাম জোট থেকে বের হয়েছি। আমি এই বিষয়ে এখন আগের মতোই বলতে পারবো। নতুন কি হবে এই বিষয়ে বলতে পারবো না। আর সবাই জানেন এই বাম রাজনীতিটা মানুষের জন্য কাজ করে। মানুষের অধিকারের জন্য কাজ করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা