আজ সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ১৮ মহর্‌রম ১৪৪৭ | দুপুর ২:৩৫

গুঞ্জনের পিছনে বিএনপি!

ডান্ডিবার্তা | ০৬ মার্চ, ২০২৩ | ১০:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বছর খানেক পরেই অনুষ্ঠিত হবে দ্বাদশ নির্বাচন। নির্বাচনের আগ মুহুর্তে নারায়ণগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে দলীয় কোন্দল। এরই মধ্যে গুঞ্জন উঠেছে নির্বাচনের আগ মুহুর্তে জেলা ও মহানগর বিএনপিকে ঢেলে সাজানো হবে। এমন গুঞ্জনে নড়ে চড়ে বসেছে বিএনপির পদে অধিষ্টিত হওয়া নেতৃবৃন্দ। শুরু করেছে শীর্ষ নেতাদের সাথে পদ-পদবী নেতৃবৃন্দের মধ্যে লবিং। অপরদিকে এমন গুন্জনে মানষিক যন্ত্রনায় ভুগছে পদ পদবীতে থাকা জেলা বিএনপির শীর্ষ নেতারা। দ্বাদশ নির্বাচনের আগেই বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙ্গে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে জেলা বিএনপির পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে গুন্জন শুনা যাচ্ছে। কমিটি নিয়ে নানা গুঞ্জনের কারনে নেতাদের মধ্যে মানষিক চাপ বাড়ছে। আর এ চাপের কারনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা নিজেদের মতো করে লবিং বৃদ্ধি করেছে। দলের মধ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং দলীয় পদ আকড়ে থাকতে বিএনপির এসব নেতাদের মধ্যে রীতিমত প্রতিযোগীতা শুরু হয়েছে। তবে এ প্রতিযোগীতায় দলের শীর্ষ নেতাদের চেয়ে তরুন নেতা এগিয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। এছাড়া যে কোন সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া কেন্দ্রীয় নেতারা খোঁজ খবর নিয়ে নিজেরাই জেলা ও মহানগর বিএনপির কমিটি ঘোষণা দিতে পারে বলে বিএনপির কেন্দ্রীয একাধিক সূত্রে জানাগেছে। ওই সূত্র জানায়, যে সমস্ত জেলা ও মহানগরের কমিটি বিরোধের কারনে আটকে আছে সে সমস্ত কমিটিগুলোর ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবেন। এমনকী কেন্দ্র থেকে এসব জেলা ও মহানগরের কমিটি ঘোষণা দেয়া হতে পারে। তবে কেন্দ্রীয নিদের্শের বাইরে যে সমস্ত নেতা যাবেন তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও একটা সিদ্ধান্ত হয়েছে বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে। ইতোমধ্যে দলের হাই কমান্ড নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলেছেন। নির্বাচনের আগ মুহুর্তেই সিদ্ধান্ত নিবেন বলে নিশ্চিত করেছে বিএনপির কেন্দ্রীয় অপর একটি সূত্র। বিএনপির একাধিক সূত্রে জানাগেছে, জেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে দৌড়ঝাপ বৃদ্ধি পেয়েছে। জেলা বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতরা নিজেদের অবস্থান ধরে রাখতেই যে যার মতো করে লবিং শুরু করেছে। শুধু বিএনপির নেতারাই নয়, এই দৌড়ে পিছিয়ে নেই অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও। বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠনেও পবির্তন আসছে এমন আভাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় একাধিক সূত্র। এছাড়া অঙ্গ সংগঠনের অনেত নেতাকে বিএনপির জেলা ও মহানগরের এবারের কমিটিতে গুরুত্বপূর্ন পদে আনা হচ্ছে। ফলে অঙ্গ সংগঠনের অনেক পদ শূণ্য হলে তা সক্রিয় নেতাদের মাধ্যমে পূরন করা হবে। আর এসব বিষয়গুলো জানতে পেরেই বিএনপি ও অঙ্গ সংঠনের শীর্ষ পর্যায়ের নেতা নড়েচড়ে বসেছে। তবে দলের হয়ে দলীয় নির্দেশনা পালনে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে কিংবা আন্দোলন করতে গিয়ে নানা ভাবে নিগৃহিত হয়েছে সে সমস্ত নেতাদের মূল্যায়নের মধ্য দিয়ে বর্তমান আহ্বায়ক কমিটির মধ্য থেকে জেলা ও মহানগর বিএনপির কমিটিগুলো পূর্নগঠন করা হবে। এর ফলে জেলা বিএনপির যারা নীতিনির্ধারকত দাবিতার এমন নেতাদের অনেকেই আহ্বায়ক কমিটি থেকে ছিটকে পরতে পারে বলে আশঙ্কা রয়েছে। দলীয় হাই কমান্ড থেকেই জেলা ও মহানগর বিএনপির কমিটির ব্যাপারে সিদ্ধান্ত আসছে বলে বিএনপির একাধিক বিশ্বস্ত সূত্রে জানাগেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা