আজ সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ১৮ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:২২

মহানগর বিএনপির পদযাত্রা ফ্লপ!

ডান্ডিবার্তা | ০৬ মার্চ, ২০২৩ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে ১০ দফা দাবীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের সমাগম ঘটাতে আবারও ব্যর্থ হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। মহানগরের কর্মসূচি হলেও এদিন জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরই বড় পরিসরে কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গেছে। গত শনিবার বন্দরের সোনাকান্দায় এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়। যদিও প্রতিটি থানায় এ কর্মসূচী পালনের নির্দেশনা ছিল তবে পালিত হয়েছে বন্দর উপজেলায়। সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকেই পদযাত্রা কর্মসূচীকে ঘিরে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে থাকা জেলা ছাত্রদল যুবদলের একটি বড় অংশ সেখানে জড়ো হন। একই সময়ে জেলা বিএনপি, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ বিএনপির একটি অংশ সেখানে যোগ দেয়। সেখানে কেন্দ্রীয় নেতা আসবেন বলে তাদের জন্য উপস্থিত হন জেলা বিএনপির আরো অন্তর ডজনখানেক নেতা। এসময় তাদের সাথে ছিল তাদের অনুসারিরাও। দলীয় সুত্রমতে, মহানগর বিএনপি দলীয় কর্মসূচীগুলোতে নিজেদের নেতাকর্মীদের সমাগম করতে বরাবর ব্যর্থ হচ্ছেন। এহেন অবস্থান জেলা বিএনপির নেতাকর্মীদের সহায়তা নিয়ে বেশ কয়েকটি বড় কর্মসূচী পালন করেছেন তারা। এর মধ্যে কয়েকটি কর্মসূচীতে জেলা থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা নেতাদের এনে তাদের অনুগতদের জড়ো করেও লোক সমাগম দেখানো হয়। এমন অবস্থায় কেন্দ্রীয় নেতা পদযাত্রা কর্মসূচীতে শনিবার আসবেন জেনে মহানগর বিএনপির নেতারা মশিউর রহমান রনিসহ জেলার নেতাদের জানান কেন্দ্রীয় নেতার সম্মান রক্ষা করতে হবে কারণ মহানগর বিএনপির নেতাকর্মীরা মহানগর বিএনপির বর্তমান আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আর কর্মসূচীতে আর আসতে চাচ্ছেন না। এমন অবস্থায় জেলার নেতাদের কর্মসূচীতে নেতাকর্মী দিয়ে সহায়তা করতে অনুরোধ করেন নেতারা। আর তাদের অনুরোধ ও কেন্দ্রীয় নেতার সম্মান রক্ষার্থে জেলার নেতারা সেখানে নেতাকর্মী নিয়ে হাজির হন বলে জেলার নেতারা জানিয়েছেন। নেতারা জানান, এর মধ্যে জেলার পদধারী নেতারা যেন না থাকেন এবং শুধুমাত্র অচেনা কর্মীদের যেন এখানে কর্মসূচীতে পাঠানো হয় সেটা আগেই অনুরোধ করেছিলেন মহানগরের নেতারা। তবে সেখানে থাকা নেতাকর্মীদের বরাতে জানা গেছে, জেলা ও মহানগর সব মিলিয়েও কর্মসূচীতে ৪শ থেকে ৫শ জড়ো করেছেন নেতারা। এর মধ্যে জেলার নেতাকর্মী ছিল বেশী। মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছাত্রদল ও যুবদলের মিছিলেই ছিল অধিকাংশ নেতাকর্মী। পদযাত্রায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেন, এদেশ স্বাধীন করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, দেশের মানুষ যাতে দুমুঠো ডাল ভাত খেতে পারে সেই স্বপ্ন বুকে নিয়ে। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পরেও গণতন্ত্রের জন্যে আন্দোলন করতে হয়, দেশের মানুষকে খাবার কিনে খেতে পারছে না। এই লজ্জা আমি রাখবো কোথায়। পাকিস্তান আমলে ২২ পরিবার এদেশটাকে লুটেপুটে খেয়েছে, এখন হয়েছে ২২ হাজার পরিবার। এই ২২ হাজার পরিবারের লোকজনই পুরো ১৮ কোটি মানুষের মুখের আহার কেড়ে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন আর কলাগাছ ফুলে হচ্ছেন বটগাছ। এই হাসিনা সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নতুন করে সক্রিয় হয়ে নতুন উদ্যমে মাঠে নামতে দেখা গেছে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। সর্বশেষ নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায়ও এমন দৃশ্য দেখা গেছে। এদিন অতীতে সকল রেকর্ড ভেঙে দিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় জেলা বিএনপি ও এর বিভিন্ন ইউনিট এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এদিকে একই জেলায় ব্যর্থতার চরম পর্যায়ে রয়েছে মহানগর বিএনপি। একই জেলাই একই পরিস্থিতিতে বারবার দলকে সংগঠিত করতে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এর আগে মহানগর বিএনপির কমিটি গঠনের পরপরই নেতৃত্ব নিয়ে দলের ভেতর অসন্তোষ দেখা যায়। ত্যাগীদের কমিটি থেকে বাদ দেয়া, বিতর্কিত ও নিষ্ক্রিয় নেতাদের নিয়ে কমিটি গঠনসহ নানা অভিযোগে কমিটি ঘোষণার পাঁচ দিনের মাথায় ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে ১৫ জন নেতা পদত্যাগ করেন। এদিকে এখনও পদত্যাগকারীদের কারও পদত্যাগপত্র গ্রহন করা হয়নি বলে জানা গেছে। তবে পদত্যাগকারীদের দলে ফিরিয়ে আনতে কিংবা পদবঞ্চিতদের একসাথে নিয়ে দলকে শক্তিশালী করার কোন প্রয়াস করেননি বর্তমান নেতৃত্ব। সম্প্রতি মহানগর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন আলাদা হয়ে গেছেন বলে জানা গেছে। দল পরিচালনা করতে গিয়ে বরাবরই “একলা চলো রে” নীতি অবলম্বন করেছেন সাখাওয়াত-টিপু। ফলাফল হিসেবে নারায়ণগঞ্জ মহানগরে সাংগঠনিক বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে বিএনপি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা