আজ সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ১৮ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:০৪

উল্টো অভিযোগকারীকে জেলে পাঠানোর হুমকি

ডান্ডিবার্তা | ০৬ মার্চ, ২০২৩ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিয়ের প্রস্তার প্রত্যাখান করায় অপহৃত তরুণীকে ছয় মাসেও উদ্ধার করতে পারেনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। উল্টো তরুনীর পিতাকে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর হুমকি দিচ্ছেন উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক। দুই লাখ টাকা মুক্তিপণ দিলে তরুণীকে ফিরিয়ে দেওয়ার কথা বলছে অপরণকারিরা। ফলে মেয়েকে উদ্ধার করতে গতকাল রোববার জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই তরুণীর পিতা। অভিযোগে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআইখোলা বউ বাজার এলাকায় আল আমিনের বাড়ীতে সপরিবারে ভাড়া থাকেন হেলাল মিয়া। তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় একই বাড়ীর ভাড়াটিয়া নাঈম (২৫) নামে এক যুবক। বিয়েতে রাজি না হওয়ায় গত বছরের তিন আগস্ট তার মেয়েকে নাঈম ও আলামিন মিলে অপহরণ করে। তখন তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব পান উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক। ঘটনার ছয় মাস গত হলেও অপহৃত তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েকে উদ্ধারের জন্য ভিকটিমের পিতা থানায় গেলে তদন্তকারী কর্তকর্তা আব্দুর রাজ্জাক উল্টো তাকেই মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর হুমকি দিচ্ছেন। ভিকটিমের পিতা বলেন, ঘটনার পর পরই আমি থানায় লিখিত অভিযোগ করি। পুলিশ মেয়েকে উদ্ধার করার আশ্বাস দেয়। ছয় মাস ধরে থানায় আসা যাওয়া করছি। অপহরণকারীরা যে মোবাইল নাম্বার দিয়ে আমার কাছে দুই লাখ টাকা দাবি করছে সেই নাম্বারটি পুলিশকে দিয়েছে। কিন্তু পুলিশ কিছুই করতে পারছেনা। আমাকে থানায় যেতে নিষেধ করা হচ্ছে। গেলে মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি দিচ্ছেন আব্দুর রাজ্জাক। তাই আমার মেয়েকে দ্রুত ফিরে পেতে জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করি। অভিযোগ তদন্তকারি সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, এটা প্রেম সংক্রান্ত ব্যাপার। মেয়ের বাসায় গিয়ে তার পিতা ও আশপাশের লোকজনের সামনে ফোনে কথা হলে মেয়ে সরাসরি বলেছে সে নিজের ইচ্ছায় নাঈমের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তাকে অপহরণ করা হয়নি। তবে অভিযোগকারীকে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকির অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ভিকটিমের পিতা আমার কাছে এসেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা