
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলন ও প্যানেল মেয়র শাহজালাল বাদলের স্ত্রী নিঝুর মৃত্যু নিয়ে শহরে আলোচনা সমালোচনা চলছে। গত রবিবার শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার সাততলা ভবনের ছাদ থেকে পড়ে কাউন্সিলর শাহজালাল বাদলের স্ত্রী সাদিয়া ইসলাম ওরফে নিঝুর (৩০) মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত সাদিয়া ইসলামের মা ঝর্ণা হায়দার বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেন। গতকাল সোমবার নিহত সাদিয়া ইসলামের মা ঝর্ণা হায়দার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। সাদিয়া হায়দারের মৃত্যুর পর গত রবিবার সন্ধ্যায় নিঝুর স্বামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে জিজ্ঞাসাবাদ করে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। শাহজালাল বাদল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা বলেন, সাদিয়া মৃত্যুর ঘটনায় নিহত সাদিয়ার মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপমৃত্যু মামলা করেছেন। বিধি অনুযায়ী নিহত সাদিয়া ইসলামের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সাদিয়া ইসলামের পরিবার থেকে এখন পর্যন্ত অভিযোগ না থাকায় শাহজালাল বাদলকে রাতেই ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘আমাদের পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী সময়ে আমরা যদি কোনো অভিযোগ পাই তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এর আগে গতকাল সোমবার বিকেলে সাদিয়া ইসলামের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে। ময়নাতদন্ত করেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফরহাদ ও মফিজ উদ্দিন। ময়নাতদন্তকারী চিকিৎসক ও পুলিশ সূত্রে জানা গেছে, আঘাত ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্য হয়েছে। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে টিনের চালের ওপর পড়ে যাওয়ার কারণে তার পা-সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। নিহত সাদিয়া ইসলাম শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার হায়দার আলী শামীমের মেয়ে। সাদিয়া তার বাবা-মায়ের সঙ্গে চাষাঢ়া এলাকার সাততলা ভবনের ছয়তলায় একটি ফ্ল্যাট কিনে বসবাস করতেন। একই ভবনের তিনতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মা ঝর্ণা হায়দারের সঙ্গে বিউটি পার্লার চালাতেন সাদিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি স্বামীর বিরুদ্ধে ভরণপোষণ না দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন সাদিয়া। যদিও কাউন্সিলর শাহজালাল বাদল এই অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে নিঝুর সুসম্পর্ক ছিল। সন্তানের লেখাপড়ার কারণে সে মায়ের সাথে বসবাস করতেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯