
ডান্ডিবার্তা রিপোর্ট সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, ত্বকীর ঘাতকরা যতই নিরপরাধ সাজার চেষ্টা করুক না কেন, ঘাতকরা দেশে-বিদেশে চিহ্নিত হয়েছে, নিন্দিত হয়েছে। এই ঘাতক পরিবারটি স্বাধীনতার পরে নারায়ণগঞ্জে অসংখ্য লাশ ফেলেছে। ত্বকী হত্যার পর এই ওসমান পরিবারকে একটি খুনি পরিবার বলে উচ্চারিত হলো, তারপর থেকে এই হত্যাকান্ড কমেছে। ত্বকী হত্যার পরেই সারাদেশের মানুষ জেনেছে, এই ওসমান পরিবার একটি খুনি পরিবার, ঘাতক পরিবার। এর আগে যেসব অসংখ্য খুন তারা করেছে, তখন খুনি পরিচয়টা তারা কোনভাবেই গায়ে লাগতে দেয় নাই। থানায় মামলা নেয়নি, ওদের নাম বাদ দিতে হয়েছে। কিন্তু তদন্তকারী সংস্থা অভিযোগপত্র তৈরি করে বলেছে, এই ওসমান পরিবারের টর্চারসেলে এরা, এতজন মিলে, এইভাবে, এই এই কারণে ত্বকীকে হত্যা করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ত্বকী হত্যা ও বিচারহীনতার দশ বছর পূর্তিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিশু সমাবেশে তিনি এইসব কথা বলেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর পিতা রফিউর রাব্বির সভাপতিত্বে এই সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুম, সদস্যসচিব হালিম আজাদ, খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল। তিনি বলেন, দশ বছর পরেও র্যাবের সেই অভিযোগপত্র জমা দেওয়া হচ্ছে না। তদন্ত বিলম্বিত করে ওসমান পরিবারকে রক্ষা করা যাবে ভাবলে, তারা বোকার স্বর্গে বাস করছেন। মানুষ এত বোকা বা নির্বোধ মনে করার কারণ নাই। এতে রাজনৈতিক ফায়দা হয়তো হাসিল হতে পারে কিন্তু ত্বকীর ঘাতকরা যত উচ্চ স্বরেই চিৎকার করুক না কেন, আমরা জানি তারা ভীত, সন্ত্রস্ত। প্রতিমুহুর্তে আজরাইল পেছনে ছুটে আসছে এই ভয়ে তারা থাকে। ওসমান পরিবারের চিৎকার ভয়ের চিৎকার, সাহসীকতার না। তিনি আরও বলেন, আমাদের ভয় দেখিয়ে আর লাভ নাই। যতভাবে ভয় দেখানো যায়, সবই দেখানো হয়েছে। সুতরাং আমরা এইখান থেকে পিছিয়ে যাবো না। শুধু ত্বকী হত্যার জন্য নয়, মনুষ্য উপযোগী, শিশুর জন্য একটি নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার যে ঘোষণা আমরা দিয়েছি, সেই প্রত্যয় থেকে বিন্দুমাত্র আমরা পেছাবো না। এইটা ঘাতকদের তো মনে রাখতে হবেই, প্রশাসনকেও মনে রাখতে হবে। প্রশাসনে যারা আছে, ডিসি-এসপি যারা মনে করেন, নারায়ণগঞ্জে একটিমাত্র পরিবার, রাজ পরিবার, তাদের তোষামোদি করতে হবে, সেসব ডিসি-এসপি-প্রশাসনকে নারায়ণগঞ্জের মানুষের কথা বুঝতে হবে। জনগণের বিপক্ষে গিয়ে খুনি-ঘাতকদের পক্ষ নেওয়া যাবে না। বেতন যে মানুষের টাকায় হয়, সেই মানুষের পক্ষ নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন, ঘাতকদের বিরুদ্ধে দাঁড়ান।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯