আজ মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্‌রম ১৪৪৭ | রাত ২:০৩

না’গঞ্জে চলছে ওসমানীয় রাজত্ব: আইভী

ডান্ডিবার্তা | ০৭ মার্চ, ২০২৩ | ১১:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সরকারের কাছে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবি করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘দশ বছর যাবৎ আমরা আমাদের সন্তান হত্যার বিচার দাবি করে আসছি। আরও কতবছর এই বিচার চাইতে হবে জানি না। ঘাতকদের চিনি, তাদের গোষ্ঠী চিনি, বাড়ি চিনি। ছোট একটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত জানে কে ত্বকীকে হত্যা করেছে। তাহলে কেন তাদের বিচার হবে না সেইটাই প্রশ্ন।’ গতকাল সোমবার সন্ধ্যায় ত্বকী হত্যা ও বিচারহীনতার দশ বছর পূর্তিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ত্বকীর ঘাতকদের প্রতি নিন্দা জানিয়ে আইভী বলেন, ‘ত্বকী হত্যার বিচার হবে, অবশ্যই হবে, হতেই হবে। আমি আমার সরকারের কাছে অনুরোধ জানাবো, আপনি অনেক হত্যাকান্ডের বিচার করেছেন। দয়া করে ত্বকী হত্যারও বিচার করেন। সারাদেশের মানুষ জানে কারা ত্বকীকে হত্যা করেছে। সুতরাং হত্যাকান্ডের বিচার করা হোক।’ একাত্তরের পর থেকে নারায়ণগঞ্জ শহরের মানুষকে ভয় দেখাতে, তাদের অন্ধকারে রাখতে একটি মহল হত্যার রাজনীতি করেছে বলেও মন্তব্য করেন সিটি মেয়র। তিনি আরও বলেন, ‘এই শহরকে ভূতের রাজ্য, সন্ত্রাসের রাজ্য বানানো হয়েছিল। এখন মানুষ জেগে উঠেছে। তারা প্রতিবাদ করে, খুনিকে খুনি বলতে পারে। ত্বকীকে আমরা হারিয়েছি কিন্তু ত্বকী আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে। নারায়ণগঞ্জ শহরে ‘ওসমানীয় রাজত্ব’ চলে উল্লেখ করে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘বাংলাদেশের বাকি ৬৩ জেলা চলে একভাবে আর নারায়ণগঞ্জে চলে ওসমানীয় রাজত্ব। এ রাজত্বে প্রশাসন কিছুই করে না। তারা গডফাদারদের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করে। প্রশাসনের লোকজন কার হুকুম পালন করতে নারায়ণগঞ্জে আসে, সরকারের নাকি স্থানীয় গডফাদারদের? এইটা আমি এখনও বুঝতে পারি না। পুরা শহর ওসমানীয় সা¤্রাজ্য হয়ে গেছে।’ এই শহর থেকে জুলুম শেষ হবে বল আশাবাদ ব্যক্ত করেন তিনি। আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ ইতিহাস, ঐতিহ্যের শহর ছিল। কিন্তু এখন সারা বাংলাদেশের সব জায়গার মানুষ জানে, এই শহরে দিন-দুপুরে হত্যা করা হয়। ভবিষ্যত প্রজন্মের জন্য এইটা আমরা পাল্টে দিতে চাই। তাদের পজেটিভ নারায়ণগঞ্জ উপহার দেবো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক ত্বকী হত্যার বিচার দাবি করে বলেন, ‘এই হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ থামবো না। প্রজন্ম থেকে প্রজন্মে এই হত্যার দাবি প্রবাহিত হবে। রাসেল হত্যার বিচার যেমন হয়েছে, এই হত্যার বিচারও হবে। দলের নাম করে পার পাওয়া যাবে না।’ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর পিতা রফিউর রাব্বির সভাপতিত্বে এই সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুম, সদস্যসচিব হালিম আজাদ, খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল। সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মোল্লাবাড়ি এলাকায় সিরাজ শাহের আস্তানায় ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে সেখানে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশু-কিশোরদের মাঝে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিশু থেকে দশক শ্রেণি পর্যন্ত প্রায় ৫শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সন্ধ্যায় তিন বিভাগ থেকে নির্বাচিত মোট ২৫ জনকে পুরষ্কৃত করা হয়। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ত্বকীসহ সারাদেশে সকল হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নারায়ণগঞ্জ জেলা কমিটি। সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েল এই মানববন্ধনে সভাপতিত্ব করেন। তারা ত্বকীসহ সকল হত্যাকান্ডের বিচার দাবি করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা