আজ মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্‌রম ১৪৪৭ | রাত ৩:০১

কৌশলে মাঠে নামছে হেফাজত

ডান্ডিবার্তা | ০৯ মার্চ, ২০২৩ | ৯:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে আগামী ১৬ মার্চ ইসলামী মহা সম্মেলন ডেকেছে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ। ওলামা পরিষদের উদ্যোগে এই সম্মেলনের আয়েজন করা হলেও এখানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন হেফাজতের সাবেক ও বর্তমান শীর্ষ নেতারা। মূলত এ ধরনের কর্মসূচীর মাধ্যমে কৌশলে মাঠে নামতে চাইছে হেফাজতে ইসলাম। হেফাজতের কয়েকজন নেতা এ তথ্য জানিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কারাবন্দি আলেমদের মুক্তির জন্য রাজপথে অবস্থান জোরালো করা হবে। আগামী ১৬ মার্চ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্বওমী মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, বিশেষ অতিথি ডিআইটি মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। এর আগে মোদী বিরোধী আন্দোলনের দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়ানোর পর রিসোর্ট কান্ডে মামুনুল হকের গ্রেফতার ও হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণায় অনেকটা ব্যাকফুটে চলে যায় সংগঠনটি। মোদীর আগমন প্রতিহত করতে গিয়ে নাশকতার বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীদের অনেকেই গ্রেফতার হন, অনেকে আত্মগোপনে চলে যান। কমিটি বিলুপ্তির দেড় মাসের মাথায় নতুন আরেকটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হলেও সক্রিয় হতে পারেনি সংগঠনটি। সর্বশেষ হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর স্থবির হয়ে পড়ে হেফাজতের সাংগঠনিক কার্যক্রম। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন। দেশব্যাপী কারাবন্দী আলেম ওলামাদের মুক্তিসহ নানা দাবী নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই মাঠে নামবে হেফাজত এমনটাই ধারণা করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, নির্বাচনের বছর হওয়ায় নিজেদের দাবীগুলো আদায় করে নিতে নতুন কৌশল নিয়ে আবারও সক্রিয় হতে শুরু করেছে হেফাজতে ইসলাম। অরাজনৈতিক সংগঠন হলেও দেশব্যাপী হেফাজতের বিপুল পরিমাণ সমর্থক রয়েছে। নিজেদের নীরব সমর্থনের বিনিময়ে দাবী দাওয়া আদায় করে নেয়াই হেফাজতের কৌশল। এই লক্ষ্যেই রাজপথে নিজেদের শক্তির জানান দিতে মরিয়া হেফাজত যার শুরুটা হতে যাচ্ছে নারায়ণগঞ্জের এই ইসলামী মহা সম্মেলনের মাধ্যমে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা