আজ মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৬:৩১

আনোয়ার হোসেনকে এমপি চান ১৭টি ওয়ার্ডের নেতারা

ডান্ডিবার্তা | ০৯ মার্চ, ২০২৩ | ১০:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ৭০তম জন্মদিনে দোয়া ও মিলাদে তাকে সদর-বন্দর আসনের এমপি দেখতে চান নারায়ণগঞ্জ মহানগরের ১৭টি ওয়ার্ডের নেতারা। এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দর ও শহরে নৌকা মার্কা ভোট দিতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেন তারা। চিকিৎসা নিতে ভারতে থাকা আনোয়ার হোসেনের জন্য মন খুলে দোয়া করেন সকল নেতৃবৃন্দরা। গতকাল বুধবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের আয়োজনে যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিবের সঞ্চালয়নায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, উপ-প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, কার্যকরি সদস্য আবেদ হোসেন, উত্তম সাহা, আসমা বেগম, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কামাল আহম্মেদ, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শামীম খা, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, বাবু, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন, রাজা, বাতেন, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আমিনুল, শেখ শামীম, মোহাম্মাদ আলী, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বুলবুল, টিটু, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সামাদ, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইউসুফ, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মামুন, মহানগর কৃষকলীগের সাবেক আহবায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হাসান সজীব, ওমর খৈয়াম এপন, মোশাররফ হোসন জনি প্রমুখ। অনুষ্ঠানে নেতারা আরো বলেন, নারায়ণগঞ্জে ত্যাগী ও নির্যাতিত নেতা আনোয়ার হোসেন। তার কাছে আওয়ামীলীগের যে অবদান রয়েছে, অন্য কোন নেতা কাছে সে অবদান নাই। শেখ হাসিনার দুই নয়নে আনোয়ার হোসেন রয়েছেন। তাকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। সদর-বন্দর আসনের এবার তাকে আমরা মনোয়ন চাই। তাকে দলীয় মনোয়ন দেয়া হলে প্রতিটি ভোট তার পক্ষে নৌকা মার্কা প্রতীকে জয়জয়কার করবে। ২০ বছরে বেশি ধরে আমরা জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা ভোট দিতে পারি না। এবার নেত্রীর কাছে অনুরোধ করবো, নাসিক নির্বাচনের মত আনোয়ার হোসেনকে নৌকা প্রতীকে ভোটের বন্যা বসিয়ে দেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা