
বন্দর প্রতিনিধি সদর-বন্দর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সেলিম ওসমান বলেছেন, আমার বক্তব্যের শুরুতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আজ বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি শুভ-উদ্ধোধন করতে পেরে। আজ আমরা এখানে যারা বেঁচে আছি। আমাদের বেঁচে থাকার কথা নয়। আমরা বেঁচে আছি গাজী হিসেবে। ৭ র্মাচ বঙ্গবন্ধুর ভাষনে উদ্বুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছি। আমরা শান্তির জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। অথচ এক সময় স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা মাথা উচু করে দাঁড়াতে পারি নাই। জননেত্রী শেখ হাসিনার কারনে আজ মুক্তিযোদ্ধার স্বাধীন ভাবে কথা বলতে পারছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যানের কথা ভেবে তাদেরকে সম্মানী ভাতা প্রদান করে যাচ্ছে। মুক্তিযোদ্ধদের বসার জন্য তিনি কমপ্লেক্সে নির্মান করে দিয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বন্দর থানার ২২নং ওয়ার্ডের ময়মনসিংহ পট্রি এলাকায় ওই কমপ্লেক্সের শুভ উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, মানুষ এখন রাজনিতী করে জয় বাংলা বলে। ৫২ ও ৭১ সালে আমার পরিবারের সকল সদস্যরা মুক্তিযোদ্ধে অংশগ্রহন করতে পরেছিল। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি কোন দলের এমপি সেটা বড় কথা নয়। আমি সব সময় জনগনের জন্য কাজ করি। আমি আমি ২৪ ঘটনার মধ্যে ২০ ঘন্টা কাজ করার চেষ্টা করি। আমি হারাম খাইনা হারাম কাউকে খেতে দিব না। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে ও বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপু সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শুভ- উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাছির, বীরমুক্তিযোদ্ধা আ,শ্রাফ খান, ডেপুটি কামান্ডার বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন প্রমুখ। বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শুভ- উদ্ধোধন পূর্বে স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সেলিম ওসমান বন্দর থানার ২৪নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ ইসলামিয়া মাদ্রাসা ভবন নির্মানের জন্য তার ব্যাক্তিগত তহবিল থেকে ২৫ লাখ টাকা অনুদানের চেক হস্তান্ত করেন। চেক হস্তান্তর কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল, সাবেক চেয়ারম্যান সামছুল করিম, বন্দর ইউপি চেয়ারম্যান মোঃ এহসান উদ্দিন আহাম্মেদ ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর অফজাল হোসেনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯