
ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘ সময় নিশ্চুপ থাকার পর নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথেই রাজপথে অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। বিভিন্ন কর্মর্সূচীর মাধ্যমে নানা ইস্যু নিয়ে নারায়ণগঞ্জ বিএনপি ও এর অঙ্গসংগঠণগুলো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। প্রান ফিরে এসেছে সাংগঠনিক কার্য্যক্রমে। উজ্জীবিত দেখা গেছে দলীয় নেতৃবৃন্দকে। নির্বাচনের আগ মুহুর্তে বিএনপির ঐক্যবদ্ধ হওয়াকে ভাল চোঁখে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত দলের মধ্যে এ অবস্থা চলমান থাকলে নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপি শক্তিশালী অবস্থানে থাকবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকমহল। সম্প্রতি জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ নানা ইস্যুতে জেলার বিভিন্ন কর্মসূচীতে নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ ও সমাবেশ করছে। এসব কর্মসূচীতে পুলিশি বাধাকেও উপেক্ষা করে স্বতস্ফুর্তভাবে নেতাকর্মীরা রাজপথ দখল করে চলমান আন্দোলন করছে। কেন্দ্রীয় প্রতিটি কর্মসূচি গুলো বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎস্যজীবী দলও পালন করছেন। অবশেষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাাঁড়ানোর চেষ্টা করছে নারায়ণগঞ্জ বিএনপি। রাজনৈতিক বোদ্ধাদের মতে এবার রাজপথে সক্রিয় হচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি। জানাগেছে, প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি রাজনৈতিক ভাবে দীর্ঘ দিন রাজপথে নামতে পারেনি। মামলায় মোকদ্দমায় তারা প্রায় নাস্তানাবুদ হয়ে পড়েছে দলের নেতাকর্মীরা। সেই সাথে তারা নিজেদের মধ্যে গ্রুপিং ও কোন্দলের কারনে অনেকটা পিছিয়ে পড়েছিল। তবে চলতি বছরে তারা রাজনৈতিক ভাবে ফের ঘুরে দাঁড়াতে শুরু করে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন প্রতিবাদে বেশ কয়েকটি কর্মসূচি তারা সফল ভাবে পালন করতে পেরেছে। তাতে করে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা ফের চাঙ্গা হতে শুরু করে। বর্তমানে তারা সারাও পাচ্ছে। বিগত সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় দাঁড়াতে পারেনি। পুলিশ তাদের রাস্তায় নামতেই দেয়নি। নিরুপায় হয়ে তারা বিভিন্ন গলিতে গিয়ে কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে রাজনীতির চর্চা করতেন। সব সময় তাদের মধ্যে পুলিশী আতঙ্ক বিরাজ করত। গত দেড়যুগে যুগে দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও জেল খেটেছে। এখনও তাদের প্রতিদিন নারায়ণগগঞ্জ বিএনপির নেতাকর্মীরা আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে বিভিন্ন মামলা নিয়ে। তার পরেও হাল ছেড়ে দেয়নি বিএনপি। বছরের শুরু থেকেই তারা কোন না কোন কর্মসূচি নিয়ে মাঠ ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর আগামী নির্বাচনে বিএনপির মতে নির্বাচনী পরিবেশ তৈরী হলে তারা নির্বাচনে অংশ নিবেন। সেজন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছে। এবার আর গলির র্ভিতরে না বিএনপির প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি চাষাঢ়া শহীদ মিনার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে পালন করছে তারা। নারায়ণগঞ্জের পাশাপাশি ঢাকার কর্মসূচি গুলোতেও দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপিকে। ফলে প্রতিটি কর্মসূচিতেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে অংশ গ্রহণ করছেন। এর ফলে অতীতের চেয়ে আরও বেশী রাজপথে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপিকে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাদের মধ্যে কমিটিসহ নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ থাকলেও এবার তারা বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামীতে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে রাজনীতির নয়া পরিবেশ তৈরী করতে যাচ্ছেন এমনটাই আবাস পাওয়া যাচ্ছে বিএনপির একাধিক নেতার কাছ থেকে। তবে বছরের শুরুতে বিএনপিতে দ্বন্ধ প্রকট আঁকার ধারণ করে। উত্তপ্ত হয়ে উঠে তাদের দলীয় পরিস্থিতি। সংঘাতে রূপ নেয় তাদের বিরোধ। সংঘাতের সূত্রধরে মামলা মোকদ্দায় গড়ায়। এ সকল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ তারা আবার বিএনপিকে নারায়ণগঞ্জে দাঁড় করাতে চায়। দলীয় একাধিক সূত্র জানা গেছে, অচীরেই জেলা ও মহানগর বিএনপির পূনাঙ্গ কমিটি গঠন হচ্ছে। তারা এবার সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে। আর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র পাশাপাশি অঙ্গসংগঠনের বেশ কয়েকটি কমিটির পূর্ণ গঠনের প্রক্রিয়া চলছে। বিএনপি নেতারা মনে করেন, পূনাঙ্গ কমিটির মধ্য দিয়ে দল আগের চেয়েও আরও শক্তিশালী হবে নারায়ণগঞ্জ বিএনপি। জেলা বিএনপি হউক আর মহানগর বিএনপি হউক যাদেরই কর্মসূচি সামনে আসবে তারা সকলে মিলে তা সফল করবেন। আর এ জন্য নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তারা আগামী দিনের সংগ্রাম যাতে সফল করতে পারে এবং সকল বাধা মোকাবেলা করতে পারে সেই প্রস্তুতি নিচ্ছে। এবার যত বাধাই আসুক তারা আর পিছু হটবে না। তারা রাজনৈতিক ভাবে এগিয়ে যাবে। নারায়ণগঞ্জ বিএনপি এবার ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি আন্দোলন সংগ্রাম রাজপথে পালন করবে এমনটাই জানাগেছে নেতাকর্মীদের সাথে আলাপ করে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯