আজ মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্‌রম ১৪৪৭ | সকাল ১১:৩৯

আজ টাকার কাছে মনুষ্যত্বের পরাজয়!

ডান্ডিবার্তা | ১০ মার্চ, ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরে ১১২ বছরের বৃদ্ধকে মৃত্যুযাত্রী দেখিয়ে তার মালিকাধীন ২২ শতাংশ জমি পাওয়ার নিয়ে সরকার কর্তৃক রাস্তার কাজে একোয়ার বাবদ ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ছেলে-ছেলের বউ এবং নাতির বিরুদ্ধে। এ বিষয়ে বৃদ্ধ ভোলাইল প্রাইমারী স্কুলের গেইটের পাশে মসজিদ সংলগ্ন কুদ্দুস আলী ফতুল্লা মডেল থানায় ছেলে-ছেলের বউ এবং নাতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, ১১২ বছরের বৃদ্ধ কুদ্দুস আলীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার নাতি মো.আল আমিন,ছেলে দ্বীল মোহাম্মদ ও ছেলের বউ আছিয়া বেগম ১৯ শতাংশ জমি পাওয়ার নেয় এবং আরো ৩ শতাংশ জমি হেবা করিয়ে নেয়। বর্তমানে পঞ্চবটী থেকে মুক্তারপুর পর্যন্ত সরকার রাস্তার কাজের জন্য তার বাড়ির জমি একোয়ার করে নেয়। ১নং বিবাদী আলআমিন আমাকে মৃত্যুযাত্রী দেখিয়ে প্রতারনা করে সরকারের কাছ থেকে জমির মুল্য বাবদ ৪ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করে ফেলে। বর্তমানে আমি চিকিৎসা ও ভরন-পোষনের অভাবে রয়েছি। এছাড়াও নাতি আল আমিন গত ১ মার্চ আমাকে বাড়ি হতে বের করে দেয়। এরপর আজ বৃহস্পতিবার ছেলের বাড়িতে গিয়ে আমি আমার ভুমির টাকা চাইলে তারা আমার কথা কর্নপাত না করে উল্টো বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদান করে বাড়ি হতে তাড়াইয়া দেয়। থানায় অভিযোগ শেষে বাড়ি ফেরার পথে বৃদ্ধ কুদ্দুস আলী সাংবাদিকদের বলেন, বাবাগো আমি আর কয়দিন বাঁচমু। আমার সম্পদ তো সবই ছেলের জন্য। তারপরও কেনইবা ছেলে-ছেলের বউ এবং নাতি আমার সাথে এমন অমানষিক আচরন করছে বলতে পারছিনা। এ বয়সে আমাকে বাসা হতে বের কইরা দিছে। গত ১০দিন যাবত খাওয়া-দাওয়া এমনকি বুড়ো বয়সে যে একটা ঔষধ কিনে খাবো সেই টাকাটাও আমার কাছে নাই এবং ওরা আমাকে একটা টাকাও দিতাছেনা। বাবাগো তাহলে কি শেষ বয়সে না খাইয়া এবং বিনা চিকিৎসায় মারা যামু। বাবা তোমরা একটা ব্যবস্থা করো যেন আমি এ বয়সে কষ্টে না থাকি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা