আজ মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্‌রম ১৪৪৭ | রাত ১১:৩৭

ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণে শিশু পুত্রসহ গৃহবধূ দগ্ধ

ডান্ডিবার্তা | ১৩ মার্চ, ২০২৩ | ১০:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় একটি বহুতল ভবনের একটি ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে। এতে ফ্ল্যাটের দরজা জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় ৩বছর বয়সের এক শিশু পুত্রসহ কুলসুম আক্তার নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের হাসপাতালে প্রেরন করেন। গতকাল রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের১০ তলা ভবনের ৬ষ্ঠ তলায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মাগরিবের আজানের পরপরই এমএস টাওয়ারের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এসময় আশপাশের অনেকেই আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে ওই ফ্ল্যাট থেকে গৃহবধূ কুলসুম আক্তার ও তার শিশু পুত্র খালিদকে(৩) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে আগুন নিয়ন্ত্রণ করেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, বিস্ফোরণের বিষয় তদন্ত করে বলতে হবে। তবে ওই ফ্ল্যাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারন তদন্ত করে বলা যাবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা