আজ বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২ | ২০ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৬:০২

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি

ডান্ডিবার্তা | ১৪ মার্চ, ২০২৩ | ১:১০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আর কদিন বাদেই শুরু হবে সিয়াম-সাধনার মাস রমজান। এ উপলক্ষে হু হু করে বাড়ছে নিত্য পণ্যের দাম। গ্রাহক পর্যায়ে সব ধরনের পণ্যের দাম ন্যায্য ও সহনীয় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী। গতকাল সোমবার শহরের দ্বিগুবাবু ও কালীরবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে চাল, ডাল, প্যকেটজাত দুধ, চিনি, মসলা, মিঠাই, ডিমসহ বেশ কয়েকটি পণ্যে বাড়তি দাম রাখতে দেখা যায় দোকানিদের। কাঁচাবাজারের পণ্যের দামও বাড়তি। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় কিছু কিছু পণ্যে দাম বাড়তি রাখা হচ্ছে। সরবরাহ ঠিক হলে দাম কমবে। কালীরবাজারে আসা ক্রেতা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আজিজুল হক। পণ্যের অধিকমূল্য নিয়ে বেশ বিরক্ত তিনি। বলেন, খরচ বাঁচাতে দুধ চা খাওয়া বাদ দিয়েছি, রং চা খাই। চিনির দামও বাড়তি। তাই মিষ্টি জাতীয় খাবারও কমিয়ে দিয়েছি। রোজা আসছে, সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীরা আবার দাম বাড়াবে। তদারকি করার মতো কেই নাই। যে যেমন ইচ্ছা দাম নিচ্ছে। রোজায় বাজার মনিটরিং জরুরি। নাজমা আক্তার নামে এক ক্রেতা জানান, রোজা আসছে, সরবতের জন্য গুড় কিনতে এসেছিলাম। দাম আরও পরে বাড়বে ভেবেছিলাম; কিন্তু বাজারে এসে দেখি আগেই দাম বাড়িয়ে রেখেছে। শীতের সময় পিঠা বানানোর সময় মিঠাই ও গুড় কিনেছি, তখন এত দাম ছিল না। মাংসের বাজারেও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে দাবী ক্রেতাদের। বাজারে গিয়ে দেখাও গেছে তাই। মাংসের দোকানে নির্দিষ্ট মূল্যের তালিকা থাকার কথা, তা ছিল না। দোকানিদের দাবি, প্রতিদিনই দাম ওঠানামা করে। তাই প্রতিদিন মূল্য তালিকা দেওয়া সম্ভব না। মাঝেমধ্যে তালিকা প্রকাশ করা হয়। গরুর মাংস কিনতে আসা আফজাল খন্দকার নামে এক ক্রেতা বলেন, আগে মাসে একবার গরুর মাংস কিনতাম। এখন তিন মাসে একবার কিনি। মুরগির দামও অসহনীয়। বাজারগুলোয় প্রশাসনের নজরদারি থাকলে এমনটি হতো না। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, রোজার মাসে পুরো সময় জুড়েই মাঠে থাকবে ভোক্তা অধিকার অধিদফতর। প্রতিদিনই সরেজমিনে গিয়ে বাজার পরিস্থিতি আমরা মনিটরিং করবো। এদিকে এ বছর রমজান মাসজুড়ে বাজারে নিয়মিত মনিটরিং করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সরকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান এ কথা জানান। তিনি বলেন, রমজান মাসে পুরো সময়জুড়েই মাঠে থাকবে ভোক্তা অধিকার অধিদফতর। প্রতিদিনই সরেজমিনে বাজার পরিস্থিতি আমরা মনিটরিং করবো। সেলিমুজ্জামান বলেন, বাজার নিয়ন্ত্রণ, মূল্য মনিটরিং, ইফতারকে কেন্দ্র করে ভেজাল যেন খাবারে না দেওয়া হয় সেই লক্ষ্যেও চলবে অভিযান। অস্বাস্থ্যকর ইফতার বিক্রি ও বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসকরা (ডিসি) কঠোরভাবে বাজার মনিটরিং করবেন। একইসঙ্গে বাজারে যদি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর জন্য আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের তত্ত্বাবধায়নে জেলা প্রশাসন রমজান মাসজুড়ে বাজার মনিটরিং করবে এবং আইনের ব্যত্যয় হলে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সব সময়ের জন্য এটা বলা আছে। রমজানে বাজারে যাতে দ্রব্যমূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকে, এজন্য সরকারের বিভিন্ন পর্যায়ে মনিটরিং কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হচ্ছে, আমাদের এখান থেকে হচ্ছে। জেলা পর্যায় থেকেও হচ্ছে। তিনি বলেন, গতকাল দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আড়াই ঘণ্টার বেশি বৈঠক করছি এ বিষয় নিয়ে। আমাদের তরফ থেকে মাঠপর্যায়ে যারা কাজ করেন তাদের কার্যকর কারার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ প্রশাসন সচরাচর বাজার মনিটরিংয়ে যায় না, সামনে রমজান এ বিষয়ে প্রস্তুতি কেন? এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজান এখনও শুরু হয়নি। গতকাল বৈঠকে প্রস্তুতিমূলক নির্দেশনাই আমরা দিয়েছি। আমাদের তরফ থেকে একটি মনিটরিং থাকবে বাজারে। যদি একেবারে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে যেন আমরা আইন প্রয়োগ করতে পারি। সে বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসকদের বলা আছে। তারা খুব কঠোরভাবে এটা মনিটরিং করবেন। ভোক্তা অধিদপ্তর অভিযোগ করেছিল বাজার কমিটিকে দোষারোপ করা এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আজকে এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা