
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেকে জোরপূর্বক অন্যের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক মেম্বারের বিরুদ্ধে। আদালতে মামলা থাকার পরও স্থানীয় চেয়ারম্যানের আস্থাভাজন হওয়ায় এই জবর দখল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগি মো. ইব্রাহিম সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল সোমবার সদর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তরা হলেন- মুকবিল খলিল (৬০), আলীরটেক ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার রওশন (৫০), জয়নাল বেপারী (৭০), সেলিম (৪৫), মনির হোসেন (৩৬), চাঁন মিয়া (৬০), আমান (৫৫), জাকির (৫০), লাল মিয়া (৪৮) সহ অজ্ঞাত ৩-৪ জন। ভুক্তভোগি ইব্রাহীম অভিযোগে জানান, তারা একদল ভূমিদস্যু ও সন্ত্রাসী। তারা বহুদিন অত্র এলাকায় জমি ক্রয়-বিক্রয় ও দখলবাজীসহ দালালিসহ অন্যের জমি দখল করে মাটি কেটে বিক্রি করার কাজে লিপ্ত। তারা ইতোমধ্যে বহুজনের জমি জালজালিয়াতি করে উচ্ছেদও করে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী আমার পিতা, মাতা ও বড় ভাইকে গুলি করে হত্যা করে। ছোট বেলায় এতিম হয়ে যাই। আমি ভূমিতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। আমার দাবীকৃত নালিশা তফসিল বর্নিত ভূমিতে বিবাদীদের কোন স্বত্ব, স্বার্থ ও দখল নাই। কিন্তু উপরোক্ত বিবাদীগন বিগত ৫-৬ বছর ধরে বেশ কয়েক বার আমার নিম্ন তফসিল বর্নিত ভূমি দখল করার পাঁয়তারা করিতেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি উপরোক্ত বিবাদীগন আমার নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে অনাধিকার জোরপূর্বক বে-আইনী ভাবে মাটি কাটা শুর করে। উপরোক্ত বিবাদীগনরা আমার প্রায় ৭ কোটি টাকার মাটি কেটে নিয়ে যায়। এখনো তারা কাটা বন্ধ করে নাই। উক্ত বিষয়ের বিরুদ্ধে বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিট্রেট আদালত নারায়ণগঞ্জ-এ ১৫৪ ধারায় একটি মামলা দায়ের করি। যার পিটিশন নং- ২৭৫/২০১৩। মামলায় আমি রায় পেলেও বিবাদীগণ বিজ্ঞ আদালতের রায় অমান্য করে তাদের অবৈধ মাটি কাটা চলমান রাখে। তিনি আরও জানান, চলতি বছরের ৯ মার্চ দুপুরে তাদের মাটি কাটা বন্ধ করার অনুরোধ করলে রওশন মেম্বার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে বড়রাবারড় করলে প্রাণে মেরে লাশ মাটিতে পুঁতে ফেলার হুমকি দেন। ভুক্তভোগী মো. ইব্রাহিম জানান, এর আগেও এ বিষয়ে অভিযোগ দেয়ার পরও পুলিশ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। একদিকে জমি দখল করা হচ্ছে অপরদিকে আমরা পরিবারের সদস্যরা জীবন শঙ্কায় আছি। নারায়ণগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, এরকম একটি অভিযোগের কথা শুনেছি। অন্য একটি মামলার আসামী ধরার জন্য আমি নওগাঁ যাচ্ছি। এদিকে রওশন মেম্বার তার বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, ওই জায়গা ইব্রাহীমদের না। সেটি তাদের বাপ-দাদার সম্পত্তি। তারা নিজেদের জমির মাটি নিজেরা কাটছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯