আজ বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ২১ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:০২

দেশে এখন সস্তা আ’লীগ: গয়েশ্বর

ডান্ডিবার্তা | ১৯ মার্চ, ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সরকারের পতন চাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেল জুলুমের অভাব নেই। এগুলো বলি আর না বলি মানুষের জানার বাকি নেই। আজ সব জিনিসের দাম বেশি। সবচেয়ে সস্তা আওয়ামী লীগ। এই একটা লক্ষন ভাল। কয়েকদিন পরপরই বিদ্যুতের দাম বাড়ে। যতবারই দাম বাড়ে ততবার আওয়ামী লীগের দাম কমে। গতকাল শনিবার বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন, দেশটা যদি জনগণের হত তাহলে হিসাব দিতে হত। শেখ হাসিনার দুটো ভাল নীতি আছে। শেখ হাসিনার দুই নীতি হল ভোট চুরি আর দুর্নীতি। তিনি আরও বলেন, আজকের এই দিন আমরা আনুষ্ঠানিকভাবে দুর্নীতি বিরোধী সমাবেশ করলাম। আজ বিদ্যুতের দাম কেন বাড়ে। আমাদের স্বপ্ন দেখিয়েছিল ঘরে ঘরে বিদ্যুৎ, কুইক রেন্টাল। যারা পেয়েছে সবাই আওয়ামী লীগের। বাইরের কেউ পায়নি। এই কুইক রেন্টাল দিয়েছে যেটার ক্ষমতা পনেরো সেটাকে দিয়েছে বিশ মেগাওয়াট সাত মেগাওয়াটে দিয়েছে দশ মেগাওয়াট। কেন, তারা বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদের ক্যাপাসিটি চার্জ দিতে হবে। বিদ্যুৎ নেই বা না নেই। এভাবে তারা এ দশ বছরে ষাট হাজার কোটি টাকা নিয়ে গেছে আওয়ামী লীগের আত্মীয়-স্বজনরা। তিনি বলেন, জিনিসের দাম বেশি কম খান, তার নাম ফারুক খান। তিনি যুদ্ধ করেননি। আবার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট চেয়েছেন। বারো বছরে এগারো হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পেয়েছেন। এ টাকাগুলো গেল কোথায়। নভেম্বরে ভারতের আদানি সে আরেক বাটপার। ভারতীয় সংসদেও তাকে বাটপার বলেছে। উড়িষ্যার পাশে ঝারখন্ড থেকে এ বিদ্যুৎ কিনেছে আমাদের সরকার। আগামী পঁচিশ বছরে এক লক্ষ ষোল হাজার ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হবে। বিদ্যুৎ আসুক বা না আসুক। এটা কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এটার দাম দ্বিণ। কারন যেখান থেকে তারা কয়লা কিনবে সেটাও আগাম কেনা নিষেধ। দেশের টাকা বিদেশে যাচ্ছে। এটা সাধারণ ব্যাপার না। এই টাকাগুলো কী চলে আসবে? সুইস ব্যাংকে এক বছে সাড়ে তিন হাজার কেটি টাকা বৃদ্ধি পেয়েছে। হলমার্ক কেলেঙ্কারি নিয়ে কথা উঠলো পার্লামেন্টে। তখন অর্থমন্ত্রী বলল সাড়ে চার হাজার কোটি টাকা কোন টাকা হইলো। আর ব্যাংকে টাকা নড়েচড়েনি সেটার জন্য খালেদা জিয়াকে সাজা দিয়েছে। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এমপিদের টাকার হিসাব প্রকাশ করা হোক। প্রধানমন্ত্রীর ছেট বোন রেহানা আপা আসে যায়। শোনা যায় সবকিছুতেই তার ভাগ আছে। আমাদের দাবী দেশে বিদেশে তার কত সম্পদ আছে প্রকাশ করা হোক। তিনি আরো বলেন, বিদ্যুৎ খাত টাকা লুট করার অন্যতম খাত। মেগা প্রজেক্ট মানে মেগা চুরি। কুইক রেন্টাল মানে কুইক চুরি। এই টাকা ফেরত পাবেন না। অর্থনীতিতে জবাবদিহিতা নেই। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দেশের অবস্থা ভাল নেই। জনগণ সকল ক্ষতায় উৎস হলে দেশ যেভাবে চলছে এভাবে কী চলতে দেয়া উচিত? এই দেশের নেতৃত্ব দিবেন তারেক রহমান। তিনি বলেন, আমরা এখন বলতেও লজ্জা পাই। এ সরকার আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। তারা তারেক রহমানকে ভয় পায়। কিন্তু এভাবে কতদিন আটকে রাখবেন। আমাদের নেতা বাংলাদেশে চলে আসবে। আন্দোলন সংগ্রামের কোন বিকল্প নেই। আগামী আন্দোলনে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকবে এবং এই সরকারের পতন ঘটাবো। বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেছেন, আমরা ভাল নেই। সকালে খেয়ে দুপরে খাইতে পারি না। দুপুরে খাইলে রাতে খাইতে পারি না। সবখানে আগুন দিয়েছে। চাল-ডাল-তেলের দামে আগুন, সবজির দামে আগুন। এ সরকারের এতই ক্ষমতা তারা পানির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। নদীমাতৃক দেশে ১৪ বার পানির দাম বাড়িয়েছে। তিনি বলেন, এই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ২০২২ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী এক বছরে এ সরকার ১০ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। ভারতের রাজীব গান্ধী সেতু পাঁচ কিলোমিটার বানিয়েছে দুই কোটি টাকা আর এ সরকার পদ্মা সেতু বানিয়েছে ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে। মেগা প্রকল্প বানায় মেগা দুর্নীতি করার জন্য। তিনি আরো বলেন, লন্ডনে তারা টাকা নিয়ে হাউজিং করে। এগুলো করার জন্য বাংলাদেশে তারা মেগা প্রজেক্ট করে আর সেখানে তাদের পরিবারেরা রাজার জীবন যাপন করে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেছেন, পদ্মা সেতু ১০ হাজার কোটি টাকা থেকে কত টাকা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে এই দাম এত বাড়ত না। বিদ্যুৎ খাতে সরকার দুর্নীতি করেছে। ভারতের আদানির সাথে তারা চুক্তি করেছে। আজ দেশকে বিদেশের হাতে তুলে দেয়া হচ্ছে। রাষ্ট্র বিক্রির চুক্তি করা হচ্ছে। এ সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন সকলে প্রত্যাখ্যান করেছিল। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর বলেছিলেন আমার ওপর বিশ্বাস রাখুন আমি নিরপেক্ষ নির্বাচন দেব। সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আগের রাতে ভোট দিয়ে সমস্ত বাক্স ভরে দিল। সেদিন পুলিশ র‌্যাব ও বিডিআরকে ব্যাবহার করে তারা আরেকটি দুর্নীতিগ্রস্থ নির্বাচন করেন। তিনি আরো বলেন, তারেক রহমান তার নিজের পরিবারের জন্য নয় বাংলাদেশের মানুষের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আজ যদি জাতি ঐক্যবদ্ধ না হয় তাহলে যে জিয়াউর রহমানের ডাকে দেশ স্বাধীন হয়েছিল তারপর আমরা কী দেখেছি। শেখ মুজিবুরের সরকারের সময় যে দুর্নীতি হয়ে আজ তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ আবারও দুর্নীতিগ্রস্থ হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ ঐক্যবদ্ধ হয়েছে। অনেক নেতাকর্মী যারা ঘরে নাই যাদের নামে মামলা করা হয়েছে। আমরা জনগণের দাবী আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে যাবো। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, প্রধানমন্ত্রীর সার্টিফিকেটে লেখা তিনি এসএসসি পাশ করেছেন ১৯৬৫ সালে আর ডিগ্রি পাশ করেছেন ১৯৭৩ সালে। ছয় বছরে কেন তিনি ডিগ্রি পাশ করেছেন এই কথাটা যেন তিনি জাতিকে বলেন সেই আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশের সবাই জানে কিছুদিন আগে এই অবৈধ প্রধানমন্ত্রী আমার দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। বাংলাদেশে যাদের অক্ষরজ্ঞান আছে তারা সবাই জানে মেজর হতে হলে কী শিক্ষাগত যোগ্যতা লাগে। কিন্তু এই মূর্খ প্রধানমন্ত্রী তা জানেনা। এসময় মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফাতেহ মোঃ রেজা রিপন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা