আজ মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ২৬ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:২৭

পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখানোর খেসারত

ডান্ডিবার্তা | ০৪ এপ্রিল, ২০২৩ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেয়ায় সিয়াম (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রকে পিটিযে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। গত রবিবার রাতে উপজেলার আফিয়া পাম্পের পিছনে বাড়ি চিনিষ গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রের ভাই শান্ত বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শান্ত উল্লেখ করেন, গত কয়েকদিন আগে বাড়ী চিনিষ গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ। এসময় গোয়েন্দা পুলিশের একটি দল মাদ্রাসা ছাত্র সিয়ামের কাছে জানতে চায় ড্রাইভার মামুনের বাড়ি কোনটা তখন মাদ্রাসা ছাত্র সিয়াম মামুনের বাড়ি দেখিয়ে দেয়। পরে গোয়েন্দা পুলিশ মামুনকে ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত হলে মামুনের সহযোগী সজিবের নেতৃত্বে সুমন, অনিক, মাসুদ, দিহান ও রাব্বিসহ ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাদ্রাসা ছাত্র সিয়াসকে পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে মাদক ব্যবসীরা তাকে ফেলে পালিয়ে যায়। আহত সিয়ামকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়েছে। এ ঘটনায় সিয়ামের ভাই বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মাদ্রাসা ছাত্র সিয়াম জানান, গত কয়েকদিন আগে কয়েকজন লোক এসে রাস্তায় আমাকে জিঞ্জেস করে ড্রাইভার মামুনকে চিনি কিনা? তখন আমি বলি জি পরে তারা তার বাড়িটা দেখিয়ে দিতে আমাকে বলে আমি সরল মনে তার বাড়ি দোখিয়ে দেই। পরে জানতে পারি তারা পুলিশ মামুনকে আটক করেছে। এর সুত্র ধরে মামুনের লোকজন আমাকে গত রবিবার একা পেয়ে আমাকে মেরে হাত পা ভেঙ্গে দিছে আমি একজন মাদ্রাসা ছাত্র হিসেবে তার বিচার চাই। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, মাদ্রাসা ছাত্র মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা