
ডান্ডিবার্তা রিপোর্ট গত শনিবার কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনের নির্দেশনা ছিল জেলা ও মহানগরে। সেই নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপি ও মহানগর বিএনপির মূল কমিটির নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছেন। পুলিশি বাধার মুখে পড়ার অভিযোগ করলেও যথাসময় ঠিকই কর্মসূচি পালন করে দেখিয়েছেন। অন্যদিকে মহানগর কমিটিকে চ্যালেঞ্জ করে পৃথক কর্মসূচি পরিচালনা করা বিদ্রোহী নেতাকর্মীরা বাতিল করেছেন তাদের কর্মসূচি। কোন প্রকার কারণ না দেখিয়েই গত শনিবার দুপুর ১২টার দিকে অনানুষ্ঠানিকভাবে কর্মসূচি বাতিলের বিষয়টি জানিয়ে দেন। গত শনিবার বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন মহানগর বিএনপির মূল কমিটি। যদিও বিদ্রোহীরা বরাবরই দাবি করে আসছেন, মূল কমিটির চাইতে অনেক বেশি নেতাকর্মী সম্পৃক্ত তাদের সাথে এবং অনেক বেশি শক্তিশালী তাঁরা। কিন্তু কেন শেষ মুহূর্তে তাদের কর্মসূচি বাতিল করতে হলো সেই বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্যই আসেনি দলটির নেতাদের কাছ থেকে। তবে নাম গোপন রাখার শর্তে কয়েকজন নেতা তুলে ধরেন নিজেদের দুর্বলতার কথা। অকপটে স্বীকার করেন অভ্যন্তরীণ দূরত্ব এবং সমন্বয়হীনতার অভাব। মহানগর বিএনপির এক যুগ্ম আহবায়ক (বিদ্রোহী) নাম গোপন রাখার শর্তে বলেন, ‘আসলে আমরা সেদিন সময়মত কেউ নারায়ণগঞ্জ শহরে থাকতে পারিনি। রাতভর পুলিশের অভিযানের কারণে সবাই দূরে সরে গেছিল। অনেকে নারায়ণগঞ্জের বাইরের জেলাতেও চলে গেছিল বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায়। গ্রেপ্তারি এড়াতে দিনের বেলাতেও শহরে প্রবেশ করেননি অনেকে। এর ফলে অবস্থান কর্মসূচি আয়োজন করা যায়নি। যেসব নেতারা অনেক বেশি নেতাকর্মী নিয়ে আসেন সভা সমাবেশে, তাঁরাই দূরে চলে যান। এভাবে পুরো বলয়টা দুর্বল হয়ে পড়ে। ওই অবস্থায় কর্মসূচি পালন করতে গেলে লোকজন খুবই কম আসতো। সেজন্য সেদিন কর্মসূচি বাতিল করে দেয়া হয়।’ এদিকে কর্মসূচিতে লোকবল কম আসা নতুন কিছু নয়। বিশেষ করে তৈমূর বলয়ের সাথে কালাম এবং জাকির খান বলয়ের বিরোধ দীর্ঘদিনের। এছাড়া কালাম বলয় অতীতেও জাকির খান বলয়কে মাইনাস করে দলের কার্যক্রম চালিয়েছে। অতীতের এসব ক্ষোভ এখনও গোপনে গোপনে রয়ে গেছে বিদ্রোহী বলয়ের মাঝে। সেই কারণে শুরুর দিনে বেশ বড় জমায়েত করতে পারলেও দিন দিন সেই পরিসর ছোট হয়ে আসছে। নতুন করে তৈমূর আলম খন্দকার তার ভাই হত্যা মামলায় জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শুরু করলে আবারও ফাটল ধরে ভেতরে ভেতরে। এককালের তৈমূর অনুগামীরা এখন জাকির খানের মুক্তি চাওয়ায় ক্ষুব্ধ হন তৈমূর। এভাবেই দিন দিন দুর্বল হয়ে পড়ছে বিদ্রোহী বলয়। দলের আরেকটি সূত্র বলছে, সবশেষ বিএনপির মহাসচিবের কাছে গিয়েও শূন্য হাতে ফিরে আসায় কিছুটা হতাশা বিরাজ করছে বিদ্রোহী বলয়ে। সেই কারণে ঠিকভাবে কর্মসূচিতে মনোনিবেশ করতে পারছেন না তাঁরা। গত ছয় মাসের বেশি সময় ধরে বিদ্রোহী বলয় সক্রিয় থেকে সেই রিপোর্ট কেন্দ্রে জমা দিলেও কোন সুফল আসেনি। সেকারণে নতুন করে সক্রিয়তায় ভাটা নেমে এসেছে বিদ্রোহী নেতাকর্মীদের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, আপাত দৃষ্টিতে গত শনিবার পুলিশের ভয়ে কর্মসূচি বাতিল করেছে বিদ্রোহী বলয় তা একেবারেই সত্য। একই সাথে পুলিশের ধরপাকড়ের ভয়ে ছিল মহানগর বিএনপির মূল বলয়ের নেতারাও। কিন্তু তাঁরা কর্মসূচি বাস্তবায়ন করে নিজেদের যেমন প্রমাণ করে দেখিয়েছে, তেমনি বিদ্রোহীরা প্রমাণ করেছে ব্যর্থ হিসেবে। এর পেছনে রয়েছে অভ্যন্তরীণ বিভাজন ও সাম্প্রতিক চালচিত্রে তৈরি হওয়া হতাশা। এমন অবস্থায় বিদ্রোহীরা ঠিক কতদূর এগোতে পারে সেটিই এখন দেখার বিষয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯